You dont have javascript enabled! Please enable it! 1971.06.11 | শরণার্থীদের কাছ থেকে ডায়েরী নিতে অস্বীকার- বংশীহারী থানার বড়বাবুর কীর্তি | কালান্তর - সংগ্রামের নোটবুক

শরণার্থীদের কাছ থেকে ডায়েরী নিতে অস্বীকার
বংশীহারী থানার বড়বাবুর কীর্তি

বংশীহারী, ১০ জুন (নিজস্ব)- পশ্চিম দিনাজপুরে বাঙলাদেশের আশ্রয়প্রার্থী শ্রীসন্তোষ কুমার মণ্ডল পি-ডরডি রাস্তার পাশে একটি ঘর তৈরি করে আশ্রয় নিয়েছিলেন। স্থানীয় কিছু দুষ্কৃতকারী ঐ ঘর ভেঙ্গে দিলে শ্ৰীমন্ডল থানায় ডায়েরী করতে যান।
প্রকাশ, বংশীহারী থানার বড়বাবু শরণার্থী কাছ থেকে ডায়েরী নিতে অস্বীকার করেন এবং শ্রীমন্ডলকে তাড়িয়ে দেন।
কমিউনিস্ট পার্টির বংশীহারী আঞ্চলিক কমিটির সম্পাদক। শ্রীবিনয় শীল ঐ ঘটনার প্রতি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এক বিবৃতি দিয়েছেন।

সূত্র: কালান্তর ১১.৬.১৯৭১