কলকাতা অভিমুখে বাঙলাদেশ শরণার্থীদের জন্য সােভিয়েত সাহায্য
মস্কো, ১৩ জুন (ইউএনআই)- বাঙলাদেশ শরণার্থীদের ত্রাণকার্যের জন্য চাল বােঝাই সােভিয়েত জাহাজ ‘রেভদা’ আজ ব্লাডিভােস্টক থেকে কলকাতার দিকে রওনা হয়েছে। এপিএন সংবাদ সরবরাহ প্রতিষ্ঠান এ খবর জানিয়ে বলেছে, সােভিয়েত ইউনিয়ন ত্রাণকার্যের জন্য যে ৫০ হাজার মেট্রিক টন চাল ভারতে পাঠাবে বলে পূর্বে ঘােষণা করেছিল এটি তার প্রথম কিস্তি। এ মাসের শেষার্ধের এক সময় দ্বিতীয় কিস্তির চাল নিয়ে অপর একটি সােভিয়েত জাহাজও ব্লাডিভোেস্টক ত্যাগ করবে।
অপরদিকে সােভিয়েত রেডক্রশ সােসাইটি ঘােষণা করেছে যে, শরণার্থীদের জন্য তারা প্রচুর পরিমাণে কলেরা ভ্যাকসিন, ঔষধপত্র, টিএনটি, চিনি, চাল এবং অন্যান্য জিনিসপত্র পাঠাবেন। যার মূল্য ১০ লক্ষ টাকা বলে সংবাদে উল্লেখ করা হয়। এই সাহায্যের একাংশ একটি বিশেষ বিমানে করে ১৫ জুন কলকাতা পৌঁছাবে।
সূত্র: কালান্তর, ১৪.৬.১৯৭১