অস্ত্রের জন্য তাজউদ্দীনের আবেদন
২৮ এপ্রিল,১৯৭১
তাজউদ্দীন আহমদের আবেদনের প্রেস রিপোর্ট
কোহিমা,এপ্রিলের ২৮ তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ প্রতিবেশী রাষ্ট্র গুলোর প্রতি আবেদন জানান অবিলম্বে বাংলাদেশ কে স্বীকৃতি দিয়ে নিঃশর্তে অস্ত্র দিয়ে সাহায্য করতে যেন সেনাবাহিনীর নিষ্ঠুরতা থেকে সদ্য জন্ম নেয়া দেশটি মুক্ত হতে পারে।
বাংলাদেশ বেতারের মাধ্যমে জাতির উদ্দেশ্যে দেয়া এক বার্তায় তিনি বলেন “ যারা আমাদের শোষোণ করে আমাদের টাকায় অস্ত্র কিনে আমাদের দেশের মানুষ কে হত্যা করছে ’’ সেই হানাদার বাহিনীকে তিনি দেশ থেকে তাড়িয়ে দেয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীর থেকে রংপুর,দিনাজপুর,ফরিদপুর,বগুরা এবং ময়মনসিংহ (ক্যান্টনমন্টের এলাকা ছাড়া)মুক্ত করা হয়েছে এবং খুব শীঘ্রই বাকি অঞ্চল গুলোও বাংলাদেশে সরকারের অধীনে চলে আসবে।
তাজউদ্দীন আহমদ স্বদেশবাসীর উদ্দেশ্যে আরো বলেন যে লাখো বাঙালির অনুচ্চারিত আত্মত্যাগের স্বীকৃতি দেয়ার সময় এসেছে।
প্রধানমন্ত্রী আরো বলেন সে সকল অগণিত মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে তাদের প্রত্যেকের নাম ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে।
তিনি বিদেশে অবস্থানরত সকল বাঙালির কাছে স্বাধীনতা সংগ্রামের জন্য সম্ভাব্য সকল ধরণের সাহায্যের জন্য আবেদন করেন।
Ref: টাইমস অব ইন্ডিয়া, ২৯ এপ্রিল ১৯৭১