You dont have javascript enabled! Please enable it! যুবশিবিরের বাজেট | ট্রেনিং ক্যাম্পের বাজেট - সংগ্রামের নোটবুক

যুবশিবিরের বাজেট | ট্রেনিং ক্যাম্পের বাজেট

বাংলাদেশ থেকে বেরিয়ে আসা যুবকদের কোন সংগঠিত ও উদ্দেশ্যমূলক কাজের দিকে উৎসাহিত, প্রশিক্ষিত ও পরিচালিত করা যাতে তারা দেশে ফেরার পরে কাজে লেগে যেতে পারে। এদের দিয়ে রক্ষনাগারে কাজ করানো, যেখান থেকে পরবর্তিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য লোক সরবরাহ করা হবে। মাঠকর্মী হিসেবে সবাইকেই প্রশিক্ষন দেয়া হবে যারা পর্যাপ্ত সুযোগ পেলে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম চালনাসহ বিভিন্ন সুবিধা পাবে। আগামী ছয় মাসের মধ্যে ১ লাখ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যচে ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ হবে।

বাজেট

প্রতিটি ক্যাম্পের ৫০০ প্রশিক্ষণার্থীর জন্য ব্যয় হিসাব করা হয়েছে নিম্নরূপ

ক) এককালীন -৭২,০০০/- টাকা

খ) প্রতিমাসে ৮৩,০০০/- টাকা

১,২৫,০০০/- টাকার একটি সামগ্রিক বাজেটের পরিকল্পনা অনানুষ্ঠানিকভাবে ভারত সরকারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
৫০০ জনের একটি ক্যাম্পের জন্য মাসে প্রায় ১ লাখ টাকা খরচ দেখানো হয়েছে।

শিবিরের গঠনঃ

দুই ধরনের হতে হবেঃ

(ক) অভ্যর্থনা শিবিরঃ ত্রিপুরায় সীমান্তবর্তী প্রবেশ পথের ৫ মাইলের ভিতরে প্রায় ১৬ টি এরকম ক্যাম্প আছে। এগুলোর কাজ হচ্ছেঃ

অ) প্রাথমিক বিশ্রাম ও অভিযোজন.

আ) নিজস্ব রাজনৈতিক নেতা দ্বারা নিরাপত্তা নিশ্চিতকরণ,

ঈ) কিছু প্রাথমিক প্রশিক্ষণ, নিয়মিত ক্যাম্পে ভর্তির জন্য অপেক্ষা সম্ভব হলে।

(খ) যুব শিবিরঃ প্রতিটিতে প্রায় ১০০০ ধারনক্ষমতা সম্পন্ন ১০ টি ক্যাম্প ত্রিপুরার তিনটি এলাকায়, আগরতলার ৩০ মাইলের মধ্যে স্থাপন করা হয়েছে।

ক্যাম্প একটি তালিকা ‘পরিশিষ্ট খ’ তে সংযুক্ত করা হয়েছে-

৫। শিবির পরিচালনাঃ

অ) অভ্যর্থনা শিবির নিম্নলিখিত সদস্যদের সমন্বয়ে গঠিত কমিটি দ্বারা পরিচালিত হবেঃ

একজন শিবির পরিচালক

একজন সহকারী শিবির পরিচালক

একজন সুপারভাইজর

একজন ছাত্র প্রতিনিধি

এক স্বাস্থ্য কর্মকর্তা.

আ) যুব শিবিরঃ প্রতিটি প্রশিক্ষণ শিবির তাদের নিজ নিজ ক্ষেত্রে পরিচালনা ও নির্দেশনা প্রদানের জন্য নিম্নলিখিত কর্মকর্তা থাকবেঃ

একজন শিবির প্রধান

একজন সহকারী শিবির প্রধান

প্রতি ২৫০ প্রশিক্ষণার্থীর জন্য একজন রাজনৈতিক প্রশিক্ষক

একজন স্বাস্থ্য কর্মকর্তা

প্রশিক্ষণ কর্মসূচির সামগ্রিক দিক পরিচালিত হবে প্রশিক্ষণ কো-অর্ডিনেটর (ডঃ আবু ইউসুফ) এর অধীনে।

ভারত সরকার সকল শিবির সুবিধা ও নিরাপত্তা সরবরাহ করবে।

নিয়োগঃ

ক)যুব শিবির পরিচালনা পরিষদ সেখানকার জনপ্রতিনিধিদের মধ্য থেকে একজন ক্যাম্প প্রধান মনোনীত করবেন।

খ) ক্যাম্প প্রধাননিম্নরুপ প্রক্রিয়াতে অন্যান্য কর্মকর্তা  নিয়োগ দিবেনঃ

ক) যুব ক্যাম্প পরিচালকের পরামর্শে কর্মচারী ও পেশাজীবীদের মধ্য থেকে সরকারি কর্মকর্তা সুপারভাইসর হবেন।

খ) রাজনৈতিক প্রশিক্ষক হবেন অধ্যাপকগণের মধ্য থেকে একজন, প্রশিক্ষণ সমন্বয়কের পরামর্শে।

গ) সেক্টর কমান্ডারের পরামর্শে চাকুরীজীবী বা প্রাক্তন চাকুরীজীবীদের একজন হবেন শারীরিক প্রশিক্ষক।

ঘ) বাংলাদেশ ছাত্র কমিটির মনোনয়নের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবেন।

ঙ) মেডিকেল সমন্বয়কের পরামর্শে স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ হবেন।

চ) নিয়োগপ্রাপ্ত সকলেই তাদের নিজস্ব শিবিরে থাকবেন।

অর্থ ও হিসাবঃ

ক্যাম্প সুপারভাইজর বা ক্যাম্প প্রশাসক হবেন নির্বাহী কর্মকর্তা। সব হিসাব একত্রিত করে সাপ্তাহিক ব্যয় নির্ধারণ করে পূর্ণ হিসাব তারা শিবির পরিচালকের কাছে জমা দেবেন।

সদর দপ্তরঃ

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা অধিদপ্তরে সকল প্রকল্প পরিকল্পনার জন্য একটি সদর দপ্তর স্থাপিত হবে।

৫০,০০০ যুবকের প্রশিক্ষণের জন্য ছয় মাসের ব্যায়ের সংক্ষিপ্ত চার্টঃ

১) অনাবৃত ব্যায়:

ক) প্রতি ৫০০ জনের জন্য ঘর (২১টি)

প্রতি ঘরে খরচ ৪৫,০০০ রুপি                                                                মোট ৯,৪৫,০০০ রুপি

খ) প্রতি ৫০০ জনের জন্য নলকূপ

প্রতিটিতে খরচ ৩,০০০ রুপি                                                    মোট ৬৩,০০০ রুপি

গ)বিছানা জনপ্রতি ১৩০০০ রুপি                                                                     মোট ২,৭৩,০০০ রুপি

ঘ)লাইটিং জনপ্রতি ৪০০ রুপি                                                                                            মোট ৮, ৪০০ রুপি

ঙ)বাসন জনপ্রতি ২০০০ রুপি                                                                         মোট ৪২০০০ রুপি

চ)হাত সরঞ্জাম জনপ্রতি ৫০০ রুপি                                                                                মোট ১০,৫০০ রুপি

ছ) শিক্ষা উপকরন জনপ্রতি ১৭০০ রুপি                                                     মোট ৩৫,৭০০ রুপি

জ)আসবাবপত্র প্রতি ১৫ জনে ১০০০ রুপি

মোট ৭৫০ জনের ধারন ক্ষমতাতে                                                                    মোট ১,০০,০০০ রুপি

ঝ) অন্যান্য –                                                                                                                         ১৪,৯২,৬০০ রুপি

সর্বমোট – ১৫,০০,০০০ রুপি

২) আবর্তক ব্যায়ঃ

ক) প্রশিক্ষণার্থীদের রক্ষণাবেক্ষণে জনপ্রতি ৬০০০ রুপি এবং বাইরের পোশাকের জন্য জনপ্রতি ১২,০০০ রুপি মোট ৭,২০,০০০ রুপি ছয় মাসের জন্য এবং খাবারের জন্য মাথা পিছু ৯০ রুপি করে মোট ১০,৫০০ রুপি হিসেবে ছয় মাসের জন্য মোট ১০,৩৫,০০০ রুপি। সর্বোমোট ৪৩,২০,০০০ রুপি।

খ) ক্যাম্প তত্ত্বাবধান এবং প্রশিক্ষণকর্মীদের জনপ্রতি প্রতিমাসে ৪৩,২০০ রুপি হিসেবে ১৫ টি ক্যাম্পের জন্য ৬ মাসে সর্বোমোট ৬২,১৩,০০০ রুপি।

গ) সাময়িকী প্রকাশের জন্য প্রতি মাসে প্রতি ক্যাম্পে ১০০ করে মোট- ১৫০০ রুপি হিসেবে ৬ মাসের জন্য ৯০০০ রুপি।

ঘ) পরিবহন বাবদ ক্যাম্পপ্রতি প্রতিমাসে ১৬৫০০ রুপি করে ১৫ ক্যাম্পের জন্য

ঙ) কেন্দ্রীয় সেবা বিতরণের জন্য প্রতি মাসে মোট ৪২০০ রুপি (১৫ ক্যাম্পে ছয় মাসের জন্য)

চ)ঔষধ পত্র, সম্ভাব্য এবং বিবিধ: প্রতি মাসে ক্যাম্প প্রতি- ১০০০ রুপি

সর্বোমোটঃ ১,১০,০০,০০০ রুপি

সারাংশ:

১) সকল অনাবৃতক ব্যায় – ১৫,০০,০০০ রুপি

২) সকল আবর্তক ব্যায়- ১,১০,০০,০০০ রুপি

মোট ১,২৫,০০,০০০ রুপি

যুব ত্রান শিবির

১। ফেরত- ব্যয়

প্রতি ৫০০ জন নতুন ভর্তি হওয়া সৈনিকের গ্রুপের জন্য খরচের তালিকাঃ
প্রত্যেক প্রশিক্ষনার্থীর জন্য ২৫ বর্গ ফুট আয়তনের বাশের তৈরি কুড়ে ঘর। এবং ৩.৫০ রুপি/ বর্গ ফুট করে খরচ উল্লেখ করা হয়েছে।

৪৫,০০০ রুপি

৩ টি টিউবওয়েল , প্রতিটি ১০০০
৩০০০ রুপি
গ) বিছানা-

সতরঞ্জি প্রতিটি ৮ রুপি

বালিশ প্রতিটি ৫ রুপি

মশারি প্রতিটি ১ রুপি

বিছানার চাদর প্রতিটি ৫  রুপি

জনপ্রতি  ২৬ রুপি x ৫০০ জন=১৩০০০ রুপি

ঘ) লন্ঠন বাতি ২৫ টি প্রতিটি ৭০ রুপি করে=

১৭৫০ রুপি

২ কেরোসিন বাতি (c) ১০০

২০০ রুপি

অফেরত- ব্যয়ঃ

ঙ) প্রতি গ্রুপের জন্য পাত্রের তালিকা=
থালা ২৫০ টি প্রতিটি ২ রুপি ৫০০ রুপি
গ্লাস ১০০ টি প্রতিটি ১.৫০ রুপি ১৫০ রুপি
জগ ২৫ টি,প্রতিটি ৬ রুপি ১৫০ রুপি
বদনা ২৫ টি,প্রতিটি ৫ রুপি ১২৫ রুপি
ড্রাম ২ টি প্রতিটি ৭৫ রুপি ১৫০ রুপি

 

ডেকচি ৬ টি,প্রতিটি ৯০ রুপি ৫৪০ রুপি
৫’’ ৫ প্রতিটি ২০ রুপি ১০০ রুপি
চ) প্রতিটি গ্রুপের কায়িক কাজের জন্য হস্তচালিত

যন্ত্রপাতি

 

১৯১৩ রুপি/ ধরি ২০০০ রুপি
ছ) শিক্ষা উপরণঃ

ব্ল্যাক বোর্ড ইত্যাদি,

শ্রবণ-দর্শন (২) ২০০

রেডিও প্রতি শিবিরে ৬ টি ১২০০

চক ৩০০

 

১৫০০ রুপি
প্রতি গ্রুপের জন্য ১৭০০ রুপি

 

১৭০০ রুপি

খ) শিবির স্থাপনঃ

কর্মচারীদের জন্য আসবাবপত্রঃ

একটি টেবিল (২০ রুপি) এবং

একটি চেয়ার (১০ রুপি) এবং

একটি বিছানা(৪০ রুপি) জন প্রতি

 

১ শিবির প্রধান

১ শিবির এর দায়িত্বপ্রাপ্ত

৩ প্রশিক্ষক (প্রতি ৭৫০ নতুন সৈনিকের জন্য এক জন)

৩ পিটি’র পাশাপাশি কায়িক কাজের প্রশিক্ষক ৭৫০ জন নবীন সৈনিকের জন্য

১ ভ্রাম্যমান চিকিৎসা

১ চিকিৎসা কর্মকর্তা

১০ জন ১০০রুপি জন প্রতি =১০০ প্রতিটি শিবিরের জন্য ১০০০ রুপি

২। ফেরত ব্যয়ঃ

ক) প্রতি প্রশিক্ষনার্থীর

 

প্রয়োজনীয় জিনিস ৮ রুপি
লুঙ্গী ৫ রুপি

 

শার্ট (২) ১৫ রুপি

 

পোশাক (২) ১০ রুপি

 

জুতা (বাটা)

মোজা

১০ রুপি

 

নোট বই           পেন্সিল ইত্যাদি ৫ রুপি
৫৮/০০, ধরা যাক ৬০ রুপি

 

তাহলে ৬০x১২০০০ = ৭২০০০০ রুপি প্রতি মাসে
খাবার জন প্রতি প্রতিদিন        ৩ রুপি ৩০ দিনের জন্য      ৯০x১০,৫০০= ১০,৩৫,৫০০ রুপি প্রতি মাসে

 

ফেরত ব্যয়ঃ

খ) শিবির স্থাপনের জন্যঃ

সচিবের জন্যঃ ১৫ টি শিবির ৭৫০ জনের ধারন ক্ষমতা বিশিষ্ট

(৫০০-১০০০ উঠানামা করছে)

১৫ শিবির প্রধান

১৫ শিবির দায়িত্বপ্রাপ্ত

৪২ প্রশিক্ষক (প্রতি ২৫০ জনের জন্য একজন)

৪২ পি টি প্রশিক্ষক      (ঐ)

১৫ ছাত্র সংগঠক

১৫ মেডিকেল অফিসার

১৪৪ টি জন প্রতি ১০/০০ রুপি ৩০ দিনের জন্য ৪৩,২০০ রুপি প্রতি মাসে
১/০০’’ ৩০০ প্রতি মাসে
গ) মাসিক পত্রিকা প্রতি শিবিরের জন্যঃ

ঔষধ,হঠাত দূর্ঘটনা,বিবিধঃ

১০০ রুপি প্রতি মাসে

১০০০ রুপি প্রতি মাসে

ঘ) যাতায়াতঃ

গুদাম এবং প্রশিক্ষনার্থীদের চলাচলের জন্যঃ

রক্ষনাবেক্ষন এবং চালনা

১৫ টি পিকাপ চালানোর জন্যঃ

১৫ স্কুটারঃ

১৫০০০ রুপি প্রতি মাসে

 

১৫০০ রুপি প্রতি মাসে

 

৩০০রুপি প্রতি মাসে

ঙ) গুদামের জন্য সেন্ট্রাল সার্ভিস অফিসঃ

১ কর্মকর্তাঃ

২ সহযোগী একই সাথে টাইপিস্টঃ

৩ টি ট্রাক রক্ষনাবেক্ষন চালকঃ

১ জীপ ১ বাইসাইকেল চালকঃ

আকস্মিক প্রয়োজনঃ

২০০ রুপি প্রতি মাসে

৩০০০ রুপি প্রতি মাসে

৫০০ রুপি প্রতি মাসে

৪১০০ রুপি প্রতি মাসে

৪১০০ রুপি প্রতি মাসে

১০০ রুপি প্রতি মাসে

 

৪২০০ রুপি প্রতি মাসে

 

 

যুব ত্রাণ শিবির

৫০০ প্রশিক্ষনার্থীদের জন্য বাজেট

(একটি সারাংশ)

অফেরত ব্যয়ঃ

১। কুড়ে ঘর  (১২৫০০০ বর্গ ফুট) ৪৫০০০ রুপি
২। টিউবওয়েল ৩ টি ৩০০০ রুপি
৩। বিছানা ১৩০০০রুপি
৪। বাতি ৪ (x)রুপি
৫। পাত্র ২০০০ রুপি
৬। হাতের কাজের জন্য যন্ত্রপাতি ১৭০০ রুপি
৭। অফিসের ব্যবহারের জন্য আসবাবপত্র ১০০ রুপি
৮। আকস্মিক ঘটনা ৫০০০ রুপি
মোটঃ ৭১০০০ রুপি (প্রায় ৭২০০০ রুপি প্রতি মাসে)

ফেরত ব্যয়ঃ (মাস প্রতি)

১. পোশাক-পরিচ্ছদ

(ক) মাথাপিছু ৬০/০০ রুপি

৩০,০০০ রুপি

 

২. (i) খাদ্য (ক) মাথাপিছু ৩ রুপি

(ii) অফিসার এবং স্টাফদের জন্য খাদ্য

৪৫,০০০ রুপি

২,০০০ রুপি

৩. অফিসার এবং স্টাফদের জন্য ভাতা ৩‌৫০০ রুপি

 

৪. সাময়িকী ১০০ রুপি
৫. পরিবহন (পি.ও.এল) (ট্রাক-১, স্কুটার-১) ১১০০ রুপি
৬. ঔষুধপত্র এবং সম্ভব্য সংকট ব্যয় ১০০০ রুপি

 

            মোটঃ ৮২,৭০০ রুপি
            প্রাক্কলিত ৮৩,০০০ রুপি

সারসংক্ষেপ

 

শিবির প্রতি ব্যয় (প্রতি ছয় মাসে ৫০০ জন প্রশিক্ষণার্থী)

 

অনাবর্তক ব্যয় ৭২০০০ রুপি ৭২০০০ রুপি
আবর্তক=  প্রতি মাসে ৮৩০০০X৬ ৪৯৮০০০ রুপি
সর্বমোট ৫৭০০০০ রুপি
৬০০০০০ রুপি

অর্থাৎ প্রতি মাসে শিবির প্রতি গড়ে এক লক্ষ রুপি

পাঠ্যক্রম

১. সকল প্রশিক্ষণার্থীদের জন্য প্রযোজ্যঃ

(ক) নিরাপদ ঘাঁটির এর প্রয়োজনীয়তাঃ পুরো যুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা এবং বাংলাদেশের জনগণের সহায়তায় এবং সাহায্যে মাঠকর্মী এবং সশস্ত্র যোদ্ধাদের পালনীয় ভূমিকা। হাতিয়ার হিসেবে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ভূমিকা।

(খ) শত্রু বাহিনীর প্রতি ঘৃণাঃ অনাচার, প্রতারণা, বিশ্বাসঘাতকতা এবং অপরাধ বিষয়ক তাদের অতীত ইতিহাসঃ প্রতিশোধের প্রয়োজনীয়তা

(গ) স্বজাতির প্রতি ভালোবাসাঃ ন্যায়ের পক্ষে একতা এবং আত্মত্যাগের অতীত ইতিহাসঃ কল্যাণের তরে আত্মত্যাগের প্রয়োজনীয়তা

(ঘ) সীমাবদ্ধতা কাটিয়ে উঠাঃ পরনির্ভরতার মর্মান্তিক ইতিহাস। অন্য কোন সফল আন্দোলনের  উদাহরণ।

(ঙ) শ্রম,সহযোগিতা আর নিয়মানুবর্তিতার প্রয়োজনীয়তা

৪. মাঠকর্মীদের জন্য নিয়মাবলিঃ

অ) গ্রামীণ সমাজের প্রয়জনঃ দরকারী (খাবার এবং সামাজিক ক্রম) এবং অতিরিক্ত (কাপড়, আশ্রয়, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ এবং বিনোদন); কিভাবে দরকারি এবং এমনকি কিছু অতিরিক্ত বিষয় পুরোপুরি সরবরাহ করা যায় গ্রাম্য শ্রম এবং সম্পদের মাধ্যমে।

আ) টেকসই গ্রামীণ জীবন বজায় রাখার জন্য স্থানীয় মানুষের অদম্য এবং উদ্ভাবনী ইচ্ছার ভূমিকা।

ই) দৃষ্টি আকর্ষণ না করেই ফিরে পাওয়া গ্রামীণ জীবনে মিশে যাওয়াঃ জবরদস্তি ছাড়াই আহ্বান জানানো, উদাহারণের মাধ্যমে নেতৃত্ব, গ্রামীণ বয়স্কদের সাথে থেকে কাজ করা।

ঈ) আত্মনির্ভরতা ও স্বায়ত্তশাসনের পদ্ধতি।

উ) সর্বাত্মক যুদ্ধে বেসামরিক কার্যাবলিঃ সংগ্রামী মনোবল, অর্থনৈতিক যুদ্ধাবস্থা, বিদেশী এজেন্ট এবং দেশের অভ্যন্তরে তাদের দোসরদের মিথ্যাচার, নিরাপদ ঘাঁটি, গোয়েন্দা যোগাযোগ, কমান্ডো ও সামরিক যুদ্ধে সহযোগিতা।

Ref: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ তৃতীয় খন্ড