You dont have javascript enabled! Please enable it!

গ্যাড়াকল!

২০ ডিসেম্বর পাকিস্তানের সরকারি প্রেস রিলিজ মাধ্যমে প্রাপ্ত তথ্যাকারে দেখা যায় ডিসেম্বরের প্রথমাবধি ২০ তারিখ পর্যন্ত ত্রিপুরায় অবস্থানকারী শরণার্থী সংখ্যা ১৪ লক্ষ ১৬ হাজারে স্থিতিশীল রহিয়াছে। অর্থাৎ সরকারি মতে একজনও বাংলাদেশে যায় নাই। অথচ আমরা প্রত্যক্ষ করিতেছি সপ্তাহকাল যাবত প্রত্যহ অনেক লােক ত্রিপুরা ত্যাগ করিতেছে। গত ২৫ তারিখের আনন্দবাজার পত্রিকার খবর হইল ১৯ ডিসেম্বর পর্যন্ত মােট ত্রিশ হাজার শরণার্থী ত্রিপুরা ছাড়িয়া গিয়াছেন। ব্যাপারটা বেশ রহস্যজনক। শরণার্থী খাতে মাথাপিছু দৈনিক ১ টাকা ১০ পয়সা ব্যয় বরাদ্দটা কি শরণার্থী শিবির খালি না হওয়া পর্যন্ত ঐ চৌদ্দ লক্ষের ভিত্তিতে চালু রাখার জন্য গ্যাড়াকল পাতা হইয়াছে।

সূত্র: ত্রিপুরা
২২ ডিসেম্বর, ১৯৭১
৬ পৌষ, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!