You dont have javascript enabled! Please enable it!

একটি আবেদন

আমাদের জওয়ান ভাইদের অপূর্ব সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি এবং ত্রিপুরার জনগণের তাদের প্রতি গভীর কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে ত্রিপুরার সিটিজেন্স কাউন্সিলের জওয়ান ভাইদের কল্যাণার্থে সংগঠিত তহবিলে মুক্ত হস্তে দান করুন।
পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের অফিসে জওয়ান ভাইদের কল্যাণার্থে সংগঠিত কমিটির কোষাধ্যক্ষের নিকট আপনার দান পৌছে দিতে অনুরােধ করা যাচ্ছে।

সূত্র: ত্রিপুরা
২২ ডিসেম্বর, ১৯৭১
৬ পৌষ, ১৩৭৮