You dont have javascript enabled! Please enable it!

সীমান্তে পাক সৈন্যদের হানা: নিহত ১৫: সীমান্ত রক্ষীর পলায়ন
সরকারি নিষ্ক্রীয়তার বিরুদ্ধে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির হুঁশিয়ারী

আগরতলা: গত ১৪ আগস্ট বিকেল সাড়ে তিনটায় পাক-সৈন্যরা দলবদ্ধভাবে সদরের বামুটিয়া তহশীলের সীমান্ত গ্রাম জলিলপুরে হানা দিয়া বিনা বাধায় নরহত্যা ও লুটতরাজ চালায়। প্রায় ১৫-১৬ জন ভারতীয় নাগরিক ও শরণার্থী নিহত হন। দস্যরা নারীদের ধরে নিয়ে যায় পরে ছেড়ে দেয়। উল্লেখযােগ্য যে, ঐ এলাকার ৩ সীমান্তরক্ষীরা পলায়ন করে। ১২ ঘণ্টা পর্যন্ত গােলাগুলি চলার পরও ত্রিপুরা সরকার বা সেনাবাহিনীর কেউ ঘটনাস্থলে যান না। সীমান্তবাসীরা আতঙ্কে গ্রাম ছাড়েন। মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কর্মীরা তাদের স্থানীয় স্কুলে আশ্রয়ের ব্যবস্থা করে দেন। ১৫ আগস্ট বেলা ১২টায় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতারা ত্রিপুরা প্রশাসনের সাথে যােগাযােগ করে দেখেন, তারা ঘটনা সম্পর্কে কোনাে খবরও রাখেন না।

সূত্র: দেশের ডাক
২০ আগস্ট, ১৯৭১
০৩ ভাদ্র, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!