মানা শিবিরেও কলেরায় ৩২ জন আক্রান্ত
(বিশেষ প্রতিনিধি)
নয়াদিল্লী, ২৬ জুন মধ্যপ্রদেশ হেলথ সার্ভিসের ডেপুটি ডিরেক্টর জােিয়ছেন, মানা শিবিরে আগত বাঙলাদেশ শরণার্থীদের ৩২ জন কলেরা ও আন্ত্রিক রােগে আক্রান্ত হয়েছেন এবং তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু ঘটেছে। এক প্রেস নােটে বলা হয়, মানায় আসার আগে থেকেই ঐ ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন। সেখানেও কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কায় মানা শিবিরে ৫ মাইলের মধ্যের ২৫ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। রায়পুরের ৩ লক্ষেরও বেশি অধিবাসীকে টিকা দেওয়া হয়। শরণার্থীদের চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল ও হেলথ সেন্টারগুলিতে অতিরিক্ত এক হাজার বেড স্থাপনের সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছেন। এছাড়া বিভিন্ন বিদেশী রাষ্ট্রের প্রেরিত ঔষধপত্রের জন্য হিমঘরের ব্যবস্থা রাজ্য সরকার ভারতীয় রেড ক্রসকে জানিয়েছেন। ২২ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের মােট ৩, ৬৪৮ জন শরণার্থী কলেরা ও আন্ত্রিক রােগে মারা গেছেন বলে নােটের উল্লেখ করা হয়।
সূত্র: কালান্তর, ২৭.৬.১৯৭১