You dont have javascript enabled! Please enable it! 1971.12.08 | যদি প্রাণে বাঁচতে চাও অস্ত্রসহ আত্মসমর্পণ কর! বাংলাদেশে অবস্থানকারী পাক বাহিনীর প্রতি জেনারেল মানেকশ’র আহ্বান | ত্রিপুরা - সংগ্রামের নোটবুক

যদি প্রাণে বাঁচতে চাও অস্ত্রসহ আত্মসমর্পণ কর!
বাংলাদেশে অবস্থানকারী পাক বাহিনীর প্রতি জেনারেল মানেকশ’র আহ্বান

আগরতলা, ৮ ডিসেম্বর: পাকিস্তান সামরিক শক্তির পূর্ব পাকিস্তানস্থ বৃহত্তম সামরিক ঘাঁটি যশােহর ক্যান্টনমেন্টের পতনের পর গতকাল মধ্য রাত্রে ভারতীয় সৈন্য বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মানেক শাহ বর্তমানে বাংলাদেশে অবস্থানকারী পাক হানাদারদের অসহায় অবস্থা বিবেচনা করিয়া তাহাদিগকে অনতিবিলম্বে ভারতীয় সৈনিকদের নিকট অস্ত্রশস্ত্র জমা দিয়া আত্মসমর্পণের উদার আহ্বান জানাইয়াছেন। এ আহ্বানে বলা হইয়াছে, তােমরা এখন ভারতীয় ও মুক্তিবাহিনীর দখলে; তথা হইতে পলায়নের কোনাে পথ নাই, যদি প্রাণে বাঁচিতে চাও, চাইবেন নাই বা কেন, তােমাদেরও মা, বােন, আত্মীয়-স্বজন, বাড়িঘর রহিয়াছে, ভারতীয় সৈনিকের নিকট আত্মসমর্পণ কর! সৈনিকের নিকট সৈনিকের আত্মসমর্পণ লজ্জার নহে, অসম্মানেরও নহে। তাহা ছাড়া তােমাদের প্রাণে বাঁচিবার আর কোনাে উপায় নাই।
সত্যিই কোনাে উপায় নাই। বাংলাদেশে অবস্থানকারী পাক সেনাদের অবস্থা রীতিমতাে সঙ্গীন। যে অত্যাচার, ব্যভিচার, পাশবিক নির্মমতা তাহারা বিগত সাত-আট মাসকাল বাংলাদেশের উপর চালাইয়াছে তাহাতে সমগ্র বাংলাদেশ প্রতিহিংসার আগ্নেয়গিরিতে পরিণত হইয়াছে। খান সেনাদের চণ্ডামি ও বর্বরতার প্রতিশােধ নিতে সাড়ে সাত কোটি বাংলাদেশবাসীর অন্তরে সংগ্রামে আজ তাহারা পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করিয়াছে, প্রতিশােধ গ্রহণেও দৃষ্টান্ত অনুরূপ সংঘটিত হইতে পারে। তাহাতে কাহারাে বিন্দুমাত্র আগ্রহ নাই।

সূত্র: ত্রিপুরা
৮ ডিসেম্বর, ১৯৭১ ইং
২১ অগ্রহায়ণ, ১৩৭৮