You dont have javascript enabled! Please enable it! 1971.04.22 | ভাইয়ের অভিনন্দন | কালান্তর - সংগ্রামের নোটবুক

ভাইয়ের অভিনন্দন

বাংলাদেশ রাষ্ট্রকে স্বাগত জানিয়ে এবং মুজিবর রহমানের গঠিত সরকারের প্রতি পূর্ণ সমর্থন ঘােষণা করে ‘পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিবৃতি একটি ঐতিহাসিক দলিল বলে গণ্য হবে। সদ্যোজাত রাষ্ট্র বাংলাদেশের এখন সর্বাধিক প্রয়ােজন হলাে বিভিন্ন রাষ্ট্রের কূটনৈতিক স্বীকৃতি। পূর্ব-পাকিস্তান কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি পৃথিবীর রাষ্ট্রগুলাের কাছে সেই স্বীকৃতির জন্য আবেদন জানিয়েছেন। এর আগে মস্কোতে সােভিয়েত পার্টি-কংগ্রেসে উপস্থিত বিশ্ব-কমিউনিস্টদের কাছেও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি তাদের সংগ্রামের প্রকৃতি ও তাৎপর্যকে ব্যাখ্যা করছেন। পৃথিবীতে আজ কমিউনিস্টদের সংহতিই সর্বাপেক্ষা শক্তিশালী সংহতি। পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির ডাক সেই মহান সংহতির কাছে। স্বাধীকার ও গণতন্ত্রের জন্য বাংলাদেশের মরণজয়ী সংগ্রাম বিশ্বের সর্বত্র এমনিতেই প্রবল সহানুভূতির সৃষ্টি করেছিল। প্রাপ্তবয়স্কের ভােটে নির্বাচিত প্রতিনিধি সংস্থাকে ক্ষমতা অর্পণে অস্বীকার করা এবং মিলিটারি দিয়ে সেই আন্দোলনকে দমনের বর্বরতা সভ্যসমাজ কিছুতেই বরদাস্ত করতে পারে না। আমেরিকা, বৃটেন প্রভৃতি রাষ্ট্রের নায়করা সে জন্যই দোমনা কূটনীতির বিপদে পড়েছেন এবং ‘মান রাখি না কুল রাখি’ অস্থিরতায় ভুগছেন। এরই মধ্যে দ্ব্যর্থহীনভাবে বিশ্ব-কমিউনিস্ট আন্দোলনের একটি সুসঙ্গত নীতি ও কর্মধারা অবস্থাকে স্পষ্টতই একটি সুনির্দিষ্ট রূপ দিতে সাহায্য করবে। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির ডাক বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের ঐক্যে সহায়ক হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এই প্রকাশ্য ঘােষণার জাতীয় মূল্যও অপরিসীম। জন্মাবধি পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি বেআইনি। নেতা ও কর্মীরা আত্মগােপন করেই কাজ করে এসেছেন। বাংলাদেশে গণতন্ত্রের বিস্তার ঘটছে বলেই কমিউনিস্ট পার্টিও আজ প্রকাশ্য হতে পারছে। বাংলাদেশের নতুন সরকার কমিউনিস্ট পার্টির ওপর নিষেধাজ্ঞা তুলে নেবেন এবং সরকারি দল আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টিকে সহযাত্রী দল হিসেবে স্বাগত জানাবেন সেটাই স্বাভাবিক। বাংলাদেশের মানুষ যে মৃত্যুঞ্জয়ী সগ্রাম করছেন, কমিউনিস্ট পার্টির প্রকাশ্য আবির্ভাব তারই একটি ফলশ্রুতি। মানুষ তাদের সংগ্রামের আগুনে যে পার্টিকে দ্বিজ করছে, সেই পার্টি মানুষের প্রতি এবং তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিও যে চিরবিশ্বস্ত থাকবে সে কথা বলাই বাহুল্য।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে আমরা ভাইয়ের অভিনন্দন জানাই। বাংলাদেশের কমিউনিস্ট নেতাদের আমরা লাল সালাম দিই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রত্যেকটি সভ্য ও দরদীকে আমরা প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং তাঁদের এই ঐতিহাসিক সংগ্রামের দিনে আমাদের সাহায্যের হাত বাড়াই।

সূত্র: কালান্তর
২২.৪.১৯৭১