You dont have javascript enabled! Please enable it!

রাজাকার ও পাকিস্তানি আর্মি অফিসারদের বিচার প্রসঙ্গে বঙ্গবন্ধু (স্বকন্ঠের ভাষণ)

স্থান ও তারিখ – ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জনসভায় | ৫ এপ্রিল ১৯৭২

(অডিও এখানে টাইপ করে দেয়া হল।)

ভাইয়েরা আমার,
আপনারা জানেন আপনাদের দেশের অবস্থা। আপনারা জানেন, কী সর্বনাশ হয়েছে এ বাংলাদেশের। স্বাধীনতা পেয়েছি সত্য কিন্তু কিছুই পাই নাই। আমি চিন্তা করে কুল পাই না, কেমন করে এ বাংলাদেশের লোককে বাঁচাবো? ৩০ লক্ষ লোক মারা গেছে। মায়ের বুক খালি হয়েছে। বোন বিধবা হয়েছে। সংসার ছারখার হয়েছে। ২৫… আড়াই কোটি লোকের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে পশুর দল। মনে করেছে…আর আফসোস পশ্চিমারা করেছে করেছে, একদল বাঙ্গালি রাজাকার, আর বদর নামে পশ্চিমাদের সঙ্গে যোগদান করে আমার বাংলার গরিব দুঃখিকে হত্যা করেছে। রাজাকাররা মনে করেছে যে তাদের ক্ষমা হবে। নিশ্চিন্তে থাকতে পারেন, রাজাকার-বদর যারা খুন করেছে তাদের ক্ষমা হবে না। তাদের বিচার হবে। নিশ্চিন্ত থাকতে পারেন আপনারা।

আপনারা আজ … ভুট্টো সাব বলছেন, “বিচার হবে না”। বিচার হবে, ভালো কইরে বিচার হবে। যে সমস্ত জেনারেল, ব্রিগেডিয়ার, কর্নেল আমার বাংলার মা-বোনকে হত্যা করেছে এই বাংলার মাটিতে তাদের বিচার হবে। কেউ ঠেকাতে পারবেনা। (অস্পষ্ট) আমি মিথ্যা ওয়াদা করতে পারি না। আমি মিথ্যা ওয়াদা জীবনে কোনদিন করি নাই। আমি আপনাদের জন্য ভোট নিয়েছিলাম। আমি বলেছিলাম বাংলার মানুষকে মুক্ত করতে হবে।

 

Reference:
বঙ্গবন্ধুর অডিও ভাষণ, পিপলস ভয়েস, প্রকাশনা – শেকড় সন্ধান
বঙ্গবন্ধুর ভাষণসমগ্র ১৯৪৮-১৯৭৫, সংগ্রামের নোটবুক

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!