You dont have javascript enabled! Please enable it! 1971.07.26 | ঢাকায় ভারতীয় হাই কমিশনারের টেলিফোন অকেজো | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

ঢাকায় ভারতীয় হাই কমিশনারের টেলিফোন অকেজো 

ঢাকা, ২৫ জুলাই-ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী কেসি সেনগুপ্তের টেলিফোন লাইনটি দিন কয়েক আগে কেটে দেওয়া হয়েছে। পাকিস্তানী কর্তৃপক্ষ ‘যান্ত্রিক গােলযােগ’ বলে সাফাই গাইছেন। তাঁরা স্বীকার করেছেন ঢাকার উত্তরে গুলসান মডেল টাউনে শ্রী সেনগুপ্তের বাসভবনে টেলিফোন লাইন গত বৃহস্পতিবার থেকে কাজ করছে না। গত এপ্রিল মাসে কলকাতাস্থিত পাকিস্তানী ডে: হাই কমিশনার শ্রী হােসেন আলী বাংলাদেশ সরকারে যােগ দেওয়া থেকেই শ্রী সেনগুপ্ত তাঁর বাড়িতে বন্দী হয়ে আছেন। 

জনৈক রিপোেরটার গত শুক্রবার শ্রী সেনগুপ্তের সঙ্গে যােগাযােগ করতে গিয়ে টেলিফোনের ত্রুটি ধরতে পারেন। পাকিস্তানী কর্তৃপক্ষ বলছেন প্রবল বৃষ্টিপাতের ফলে ঢাকা শহরের অনেক জায়গায় টেলিফোন লাইন খারাপ হয়ে যায়।

ইউ পি আই। ২৬ জুলাই ‘৭১

Reference:

২৬ জুলাই ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা