You dont have javascript enabled! Please enable it! 1972.04.02 | গণহত্যা সম্পর্কে বঙ্গবন্ধুর ভাষণ (অডিও ও টেক্সট) - সংগ্রামের নোটবুক

গণহত্যা সম্পর্কে বঙ্গবন্ধুর ভাষণ (অডিও ও টেক্সট)

তারিখ ও স্থান – ২ এপ্রিল ১৯৭২ ঠাকুরগাঁও

 

“আমি আমার ৭ কোটি লোকরে যাবার বেলায় কিছুই দেবার পারি নাই। তাদের হাতে আমি অস্ত্র তুলে দেবার পারি নাই। তাদের দিয়েছিলাম নীতি তাদের দিয়েছিলাম আদর্শ তাদের দিয়েছিলাম নির্দেশ – বাংলার সাড়ে ৭ কোটি মানুষ জাতী ধর্ম নির্বিশেষে দল মত নির্বিশেষে আমার পুলিশ বাহিনী আমার পুরানো ইপি আর আমার সামরিক বাহিনীর লোকেরা আমার বাংলাদেশের ছাত্র যুবক কৃষকরা বিনা অস্ত্রে সেই পাষণ্ডের বিরুদ্ধে রুখে দাড়ায়। এবং আজ বাংলাদেশ স্বাধীন। কিন্তু বড় রক্ত দিয়ে এই স্বাধীনতা পাওয়া গেছে। এতো রক্ত দুনিয়ার কোন দেশ কোন জাত স্বধীনতার জন্য দেয় নাই যা আমার বাংলার মানুষ দিয়েছে। মানুষ যে এতো পশু হতে পারে মানুষ যে এতো অসভ্য হতে পারে মানুষ যে এতো অমানুষ হতে পারে তা পশ্চিমা খানসেনাদের মতো দুনিয়ার কোথাও এরম পয়দা হয় নাই। আমার লক্ষ লক্ষ মা বোনকে হত্যা করেছে আমার লক্ষ লক্ষ কোটি কোটি ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমার দুধের বাচ্চাকে হত্যা করেছে আমার ধানের গুদাম জ্বালিয়ে দিয়েছে আমার পোর্ট ও রেললাইন ভেঙ্গে দিয়েছে আমার টাকা আত্মসাৎ করেছে আমার বৈদেশিক মুদ্রা লুট করে নিয়েছে আমার মানুষকে ধরে ধরে নির্দয়ের মতো ধরে অত্যাচার করেছে হত্যা করেছে। মানুষ দুনিয়ার মানুষ দেখে নাই যে কী অত্যাচার আমার দেশে করেছে। কিন্তু টিকতে পারে নাই খানসেনারা। টিকতে পারে নাই পশ্চিমা শোষক গোষ্ঠী। ২৩ বচ্ছর ২৪ বচ্ছর পর্যন্ত আমার বাংলার পাটের টাকা আমার বাংলার চিনির টাকা,  আমার বাংলার মানুষের খাজনার টাকা আমার বাংলাদেশে যা কিছু ছিলো সব লুটপাট করে নিয়ে পশ্চিম পাকিস্তানকে গড়ে তুলেছে। এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম বার বার এদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছি,  বাংলার মানুষ আমাকে সাহায্য করেছে। আমি বেইমানদের কাছে মাথা নত করি নাই। যাতে আমার বাংলার মানুষ দেখে যে তাদের নেতা মরতে পারে সে মরবে সরাসরি মরবে মাথা নত করবে না।” (জনতার করতালি।)

Unicoded by – Dr Razibul Bari

Ref: বঙ্গবন্ধুর ভাষণসমগ্র ১৯৪৮-১৯৭৫, সংগ্রামের নোটবুক