You dont have javascript enabled! Please enable it! 1971.12.16 | মেজর জেনারেল গান্ধার্ভ সিং নাগড়া, ব্রিগেডিয়ার সান্ত সিং, ব্রিগেডিয়ার হরদেভ সিং ক্লের - সংগ্রামের নোটবুক

১৬ ডিসেম্বর সকাল ১০ টায় ঢাকার মিরপুর ব্রিজে সবার আগে পৌঁছেন ভারতের ১০১ কমুনিকেশন জোনের জিওসি মেজর জেনারেল গান্ধার্ভ সিং নাগড়া সাথে দুই ব্রিগেডিয়ার সান্ত সিং, হরদেভ সিং ক্লের, একাধিক লেঃ কর্নেল যার মধ্যে ছিলেন টাঙ্গাইল প্যারা অধিনায়ক কুলওয়ান্ত সিং পান্নু। নিয়াজিকে বার্তা প্রেরণের পর জ্যাকবের ঢাকা আসা অবধি হাতে ছিল ৩ ঘণ্টা সময়। এ সময়ে তার একটি খোলা স্কুটার পেয়ে তাতে আরোহণ করে এ ছবি তুলেন। ছবিতে নাগড়ার (মাঝে) সাথে পান্নু সহ (দরজার সাথে) তার তিন লেঃ কর্নেল।