You dont have javascript enabled! Please enable it! 1971.12.22 | ফিরে চলাে বাংলাদেশে | ত্রিপুরা - সংগ্রামের নোটবুক

ফিরে চলাে বাংলাদেশে

পূর্ব পাকিস্তান হইতে আগত শরণার্থীরা বর্তমান বাংলাদেশে ফিরিয়া যাইতে ইচ্ছুক, আগ্রহী এবং অতি উৎসাহী হইলেও প্রায় সকলেই কিন্তু কিন্তু করিতেছে। সেই কিন্তটি হইল অনেকেরই বাস্তুভিটার পাত্তা নাই। অধিকাংশ ভিটামাটিতে ঘুঘু চরিতেছে, না হয় মুলা, কফি, আলু-বেগুন প্রভৃতির সবজি বাগান হইয়াছে, অথবা ডাল, সরিষা, কলাই প্রভৃতি গজাইয়াছে। বাসগৃহগুলাে একদম বেপাত্তা। যে সকল বাস্তুভিটয় দালান পাকা ছিল, সেগুলাের দরজা-জানালা পর্যন্ত নাই হইয়াছে অথবা রাজাকার সম্রাটরা ঐ সকল পরিত্যক্ত গৃহকে নিজেদের ভােগে লাগাইতেছেন। কোনাে কোনাে বাড়ি পূর্বাপেক্ষা অনেক উন্নত সমৃদ্ধও হইয়াছে, দোকান-পাট লুণ্ঠন করিয়া আনিয়া ঐ সকল সুসজ্জিতও করা হইয়াছে। বলা অনাবশ্যক পূর্ব পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের বাসভবনগুলাের চেহারাই বদলাইয়াছে বাংলাদেশ সৃষ্টির ভিত্তি প্রস্তর স্থাপনে।

সূত্র: ত্রিপুরা
২২ ডিসেম্বর, ১৯৭১
৬ পৌষ, ১৩৭৮