You dont have javascript enabled! Please enable it!

ফ্যাসিস্ট পাক সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন কর
মার্কসবাদী কমিউনিস্ট পার্টির আহ্বান

গত ২১ এবং ২২ এপ্রিল মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ত্রিপুরা রাজ্য কমিটির এক বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সমর্থনে ত্রিপুরার গণতান্ত্রিক শক্তি সম্পর্কে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানানাে হয়। কেন্দ্রীয় কংগ্রেস সরকার ফ্যাসিস্ট পাক সরকারের সাথে এখনাে কূটনীতিক সম্পর্ক বজায় রাখায় তাদের তীব্র সমালােচনা করা হয়। ত্রিপুরায় যে লক্ষ লক্ষ সংগ্রামী শরণার্থী এসেছেন তাদের জন্য কমিটি দাবি করেন- আরও আশ্রয় শিবির; যারা শিবিরে স্থান পান নাই তাদের জন্য ক্যাশ ডােল আশ্রয় শিবিরে প্রয়ােজনারূপ খাদ্য, কম্বল, শিশুদের দুধ, মহামারী প্রতিষেধক ঔষধপত্র, সীমান্ত থেকে যাতায়াতের জন্য গাড়ি, সহজ পাক-মুদ্রা বিনিময় ব্যবস্থা, সীমান্ত আক্রমণের বাধা-নিষেধ শিথিল করা এবং হিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষা করার ব্যবস্থা।
অপর এক প্রস্তাবে কমিটি, ত্রিপুরার খাদ্য ও কেরােসিন প্রভৃতি নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন, সিংহ সরকারের মজুদদার তােষণনীতিতে ক্ষোভ প্রকাশ করেন এবং কেন্দ্রীয় সরকারের নিকট দাবি জানান: অবিলম্বে প্রয়ােজনী খাদ্য ও নিত্যপ্রয়ােজনীয় পণ্য মজুত করুন, রেশমের বরাদ্দ কমাননা নয়, সর্বত্র রেশন দোকান খুলে তার মাধ্যমে খাদ্য ও নিত্যপ্রয়ােজনীয় পণ্য বিলি করা হােক, দুস্থদের খয়রাতি সাহায্য দেওয়া হােক: চোরাকারবারীদের কঠোর শাস্তি দেওয়া হােক। ত্রিপুরার গণতান্ত্রিক শক্তিসমূহকে এই সকল দাবির ভিত্তিতে সর্বত্র সক্রিয় গণআন্দোলন গড়ে তুলে ত্রিপুরায় জনতাকে এই সঙ্কট থেকে রক্ষা করার জন্য আহ্বান জানানাে হয়। এই বৈঠকে উপস্থিত থাকেন, পলিটব্যুরাে সদস্য কমরেড প্রমােদ দাশগুপ্ত।

সূত্র: দেশের ডাক
৩০ এপ্রিল, ১৯৭১
১৬ বৈশাখ, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!