নববর্ষ উৎসব ও বঙ্গদেশ বন্দনা
আগরতলা-১৭ এপ্রিল ॥ বাংলা নববর্ষ উৎসব যথাযথভাবেই উদযাপিত হয়েছে। তবে স্বাধীন বাংলার ঘাের সঙ্কটে উৎসবের আড়ম্বর অন্যবারের তুলনায় যথেষ্ট কম ছিল। বরং পূর্ব বাংলার প্রতি সহানুভূতির সােচ্চার কণ্ঠই সেদিন অনেক ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে।
এবারের নববর্ষ উৎসবের আবেগ পূর্ণ ও উদ্দীপনাময় অনুষ্ঠান ত্রিপুরা রবীন্দ্র পরিষদের উদ্যোগে পরিচালিত বঙ্গদেশ বন্দনা। এই অনুষ্ঠানটি পূর্ব বাংলার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশাত্মবােধক সঙ্গীতের মাধ্যমে আরম্ভ হয়। মাঝে মাঝে মানবিক আবেদনে ভরপুর কথিকার সাহায্যে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে।
সাংবাদিক, সাহিত্যি, কবি ও শহরের বিশিষ্ট জ্ঞানী-গুণীজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রাতে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে এই মনােজ্ঞ অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়।
সূত্র: গণসংহতি
১৮ এপ্রিল, ১৯৭১