জওয়ানদের সাহায্যের জন্য আবেদন
আগরতলা, ২০ ডিসেম্বর, ১৯৭১ ইং আমাদের জওয়ান ভাইদের অপূর্ব সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি এবং ত্রিপুরার জনগণের তাদের প্রতি গভীর কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে ত্রিপুরার সিটিজেন কাউন্সিলের জওয়ান ভাইদের কল্যাণার্থে সংগঠিত তহবিলে মুক্তহস্তে দান করার জন্য ঐ কমিটির কনভেনার ড. (শ্রীমতী) উমা প্রসাদ এক আবেদন করেছেন।
ঐ আবেদনে শ্রীমতি প্রসাদ বলেছেন যে, পাকিস্তানি জঙ্গিশাহীর চরম অত্যাচার ও অপশাসনের বিরুদ্ধে বাংলাদেশর জনগণের মুক্তি সংগ্রামে এবং আমাদের উপর যখন সামগ্রিক যুদ্ধ চালিয়ে দেওয়া হয়েছিল তখন ভারতের গণতান্ত্রিক আদর্শকে তুলে ধরার মহান কাজে আমাদের জওয়ানের অপূর্ব সাহসিকতা, নিয়মনিষ্ঠা, আত্মত্যাগ এবং স্মরণীয় বিজয়ের কথা মানবতার ইতিহাসে উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে।
যে জওয়ানরা তাদের জীবনের বিনিময়ে এবং আহত হয়েও ত্রিপুরার অধিবাসীদের ধ্বংস এবং বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন, তাদের কাছে আমরা চরম কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ এবং আমাদের প্রত্যেকটি নাগরিকেরই এই গভীর কৃতজ্ঞতা এবং প্রশংসা ওই জওয়ান ভাইদের কাছে পৌছে দেওয়ার একটি মহান কর্তব্য রয়েছে।
ত্রিপুরার সিটিজেন কাউন্সিল সংহতি আমাদের জওয়ান ভাইদের কল্যাণার্থে ত্রিপুরার জনগণের প্রচেষ্টাগুলাের সঞ্চয় সাধনের জন্য একটি কমিটি গঠন করেছে। এই কমিটির পক্ষ থেকে আমরা সমস্ত সরকারি কর্মচারী, জনসাধারণ, বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠন এবং জনসাধারণের প্রত্যেককে জওয়ান ভাই এবং তাদের পরিবারের কল্যাণের মহান কাজে নিয়ােজিত করার জন্য যে তহবিল সংগৃহীত হচ্ছে তাতে মুক্ত হস্তে দান করার জন্য আহ্বান জানাচ্ছি।
উক্ত তহবিলে আপনার দান অথবা অন্য যে কোনাে প্রকার সাহায্য পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের অফিসে উক্ত কমিটির কোষাধ্যক্ষের নামে পাঠাতে অনুরােধ করা যাচ্ছে।
সূত্র: ত্রিপুরা
২২ ডিসেম্বর, ১৯৭১
৬ পৌষ, ১৩৭৮