You dont have javascript enabled! Please enable it!

ভারত-সােভিয়েত শান্তি ও মৈত্রী চুক্তি

নয়াদিল্লী, ৯ আগস্ট ভারত ও সােভিয়েত ইউনিয়নের মধ্যে আজ শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মুক্তির মেয়াদ হবে ২০ বছর। সােভিয়েত পররাষ্ট্রমন্ত্রী আঁদ্রে গ্রোমিকো বলেছেন, এই চুক্তি হলাে ‘যুদ্ধের বিরুদ্ধে শান্তির চুক্তি’। চুক্তির মূল বিষয়গুলাে হলাে: স্বাধীনতা-সার্বভৌমত্ব ও আঞ্চলিক সংহতির প্রতি শ্রদ্ধা, অস্ত্র প্রতিযােগিতা বন্ধ করা। নিয়ন্ত্ৰীকরণ উপনিবেশবাদ ও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ব্যবস্থা, পারস্পরিক অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযােগিতা।
এই চুক্তিতে আছে যে, যদি কেউ ভারত বা সােভিয়েতকে আক্রমণ করে বা আক্রমণের ভয় দেখায় তবে ভারত ও সােভিয়েত নিজ নিজ দেশের শান্তি ও নিরাপত্তার জন্য অবিলম্বে আলাপ-আলােচনায় বসে ঐ আক্রমণ বা হুমকির বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা অবলম্বন করবেন।

সূত্র: দেশের ডাক
০১ আগস্ট, ১৯৭১
২৭ শ্রাবণ, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!