You dont have javascript enabled! Please enable it! 1971.10.22 | পাক গােলাবর্ষণে ৪০ জন নিহত: নাগরিকদের জীবন বিপন্ন | দেশের ডাক - সংগ্রামের নোটবুক

পাক গােলাবর্ষণে ৪০ জন নিহত: নাগরিকদের জীবন বিপন্ন

আগরতলা, ২১ অক্টোবর: গত ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ত্রিপুরা সীমান্তের বিলােনিয়া, বক্সনগর, কমলপুরে পাক গােলা বর্ষণের ফলে প্রায় চল্লিশ জন নিহত হন এবং প্রায় শতাধিক ব্যক্তি আহত হন। হাজার হাজার মানুষের জীবন বিপন্ন। নিত্যপ্রয়ােজনীয় জিনিসপত্র সম্পূর্ণরূপে বাজার থেকে উধাও হয়ে গেছে। সরকারের চরম উদাসীনতায় জনগণের জীবন রক্ষা কঠিন হতে দাঁড়িয়েছে।
বিলােনিয়া থেকে ফিরে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য কমিটির সম্পাদক কমরেড নৃপেন চক্রবর্তী জানান, পাক গােলা বর্ষণের ফলে শহরের বহু ঘর-বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। সরকারি অফিস ও বি.কে.আই. স্কুলের একাংশে আগুন ধরেছে। সারা শহরে পঞ্চাশ জন লােকও নেই। দমকল কর্মীরা গােলা বৃষ্টির মধ্যে আগুন নেভানাের দায়িত্ব সম্পন্ন করতে পারছেন না। বাজারে তেল, সাবান, সমস্ত প্রকার নিত্যপ্রয়ােজনীয় দ্রব্য উধাও। তিনি আরাে বলেন, ভারত সরকার বাংলাদেশকে স্বীকৃতি ও অস্ত্র সাহায্য না দেয়ার ফলেই পাক দস্যুরা সীমান্তের অভ্যন্তরে আক্রমণ চালাতে সাহস পেয়েছে।
সােনামুড়া থেকে প্রাপ্ত সংবাদে জানা গেল, বক্সনগরে চারদিনে প্রায় ২৫ জন ভারতীয় শরণার্থী নিহত হয়েছেন। গতকাল কমলপুরেও স্কুল, অফিস-আদালত, বাড়ি ইত্যাদি বিধ্বস্ত। ৪ জন ছাত্র ১ জন কর্মচারীসহ ১৫ জন নিহত ও প্রায় পঞ্চাশ জন আহত হয়েছেন। সমগ্র এলাকার জনগণ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে পড়েছেন। অসামরিক প্রতিরক্ষার কোনাে কর্তার দেখা পাওয়া যাচ্ছে না। হাজার হাজার মানুষের জীবন নিয়ে কেন্দ্রীয় কংগ্রেসী সরকার ছিনিমিনি খেলেছেন।

সূত্র: দেশের ডাক
২২ অক্টোবর, ১৯৭১
০৪ কার্তিক, ১৩৭৮