You dont have javascript enabled! Please enable it! 1971.10.12 | মুক্তিযুদ্ধকালীন সময়ে সাঁতারে বিশ্বরেকর্ড বাংলাদেশী নাগরিকের - সংগ্রামের নোটবুক

মুক্তিযুদ্ধকালীন সময়ে একটানা ৯০.০৫ ঘণ্টা সাঁতরে বিশ্বরেকর্ড করেন এক বাংলাদেশী নাগরিক। নাম অরুণ কুমার নন্দি। মুজিবনগর সরকারের হাই কমিশনার হোসেন আলী কোলকাতায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। ১২ অক্টোবর ১৯৭১ তারিখে মুজিবনগর সরকার এসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।

Ref: Mujibnagar Government Documents 1971 Sukumar Biswas, p 110