১ আগস্ট ১৯৭১ ইয়াহিয়া
ইয়াহিয়া খান এদিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ‘যদি পূর্ব-পাকিস্তানে অব্যাহতভাবে সংঘর্ষ চলতেই থাকে, তবে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে হবে।’ তিনি বলেছিলেন, ‘আমার সেনাবাহিনীকে গুলিবর্ষণ বন্ধ করে কেবল গোলাগুলির শিকার হতে বলতে পারি না। দেশের প্রতিরক্ষার স্বার্থে আমি আরেক গাল পেতে দেব না। আমি পাল্টা আঘাত হানব।