You dont have javascript enabled! Please enable it! 1972.01.16 | বার্মা বাংলাদেশে চাল সরবরাহ করবে | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ - সংগ্রামের নোটবুক

বার্মা বাংলাদেশে চাল সরবরাহ করবে | ১৬ জানুয়ারি ১৯৭২ | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২

বি এস এস পরিবেশিত এক সংবাদে সোমবার বলা হয় যে,দ্বিপক্ষীয় বিনিময় ভিত্তিতে বার্মা সরকার বাংলাদেশে চাউল সরবরাহের ব্যাপারে নীতিগত ভাবে স্বীকৃত হয়েছে। খাদ্য ও সিভিল সাপ্লাই দপ্তরের মন্ত্রী মি.ফণীভূষণ মজুমদার এবং বার্মার কন্সালের সাথে আলোচনার পর মন্ত্রী মহোদয় উক্ত বিষয় প্রকাশ করেন।বার্মার কন্সাল বাংলাদেশ সেক্রেটারিয়েটে খাদ্য মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। বার্মা কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পর সংশ্লিষ্ট কন্সাল মহোদয় এই দ্বিতীয়বার খাদ্য মন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। মন্ত্রী মহোদয় বলেন যে, বার্মা বাংলাদেশকে কি পরিমাণ চাউল সরবরাহ করবে,তা নির্ভর করে রপ্তানি যোগ্য কি পরিমাণ চাউল সেখানে পাওয়া যাবে,তার ওপর।এই বিষয়টি চূড়ান্তকরণের জন্য বার্মা সরকার শীঘ্রই বাংলাদেশর একটি সরকারি প্রতিনিধি দলকে বার্মা সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে মন্ত্রী মহোদয় উল্লেখ করেন।

Unicoded by Mohiuddin Mohin

Ref: দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ, p 42