You dont have javascript enabled! Please enable it!

২৪ জুলাই ১৯৭১ স্বাধীন বাংলা ফুটবল দল

মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা ও অর্থ সংগ্রহের লক্ষ্যে ১৯৭১ সালের ২৪ জুলাই স্বাধীন বাংলা ফুটবল দল প্রথম বিদেশী কোন দলের সাথে খেলে বিশ্ব বাসীকে জানান দেয়। এই দিন তারা ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া একাদশের মুখোমুখি হয়েছিল ।সেদিন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করেছিল ৩১ ফুটবলারকে নিয়ে গড়া দলটি, যে দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু আর সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা। আনুষ্ঠানিকভাবে অন্য একটি দেশের পতাকার পাশে নিজেদের দেশের সবুজের পটে লাল সূর্যের ভেতরে সোনালি মানচিত্র খচিত পতাকা প্রথমবার দেখতে সেদিন বাঁধ ভেঙে আসে হাজারো মুক্তিপাগল দর্শক। খেলোয়াড়রা জয় বাংলা, স্বাধীন বাংলা ধ্বনিতে পুরো স্টেডিয়াম পতাকা নিয়ে প্রদক্ষিণ করেন। সেই দলে যারা ছিলেন
জাকারিয়া পিন্টু (অধিনায়ক), শেখ মোহাম্মদ আইনুল হক (ভারপ্রাপ্ত অধিনায়ক), প্রতাপ শংকর হাজরা (সহ-অধিনায়ক), শাহাজাহান আলম, মোহাম্মদ কায়কোবাদ, মোহাম্মদ শেখ তসলিম উদ্দিন, আলী ইমাম, সাইদুর রহমান প্যাটেল, শেখ আশরাফ আলী, খোন্দকার নুরুন্নবী, এ কে এম নওশেরুজ্জামান, এনায়েতুর রহমান খান, কাজী সালাউদ্দিন, মনসুর আলী লালু, অমলেশ সেন, বিমল কর, আবদুল হাকিম, ফজলে সাদাইন মৃধা খোকন, সুভাষ চন্দ্র সাহা, লুৎফর রহমান, মজিবর রহমান, দেওয়ান সিরাজউদ্দিন সিরু, সাঈদ, মনিরুজ্জামান পেয়ারা, নিহারকান্তি দাস, প্রাণগোবিন্দ কুন্ডু, অনিরুদ্ধ চট্টোপাধ্যায়, আবদুস সাত্তার মিয়া, বীরেন দাস বীরু, আবদুল মোমিন জোয়ার্দার, আমিনুল ইসলাম সুরুজ, মাহমুদ, সনজিৎ কুমার দে, আবদুল খালেক ও মোজাম্মেল হক।
কোচ: ননী বশাক। ম্যানেজার: তানভীর মাজহার তান্না। প্রস্তাবক ও সংগঠক: সাঈদুর রহমান প্যাটেল।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!