You dont have javascript enabled! Please enable it! পাকিস্তান তার ভুল উপলদ্ধি করবে - বুলগেরিয়া ও পোলিশ কর্মচারীদের মন্তব্য | ১৫ জানুয়ারি ১৯৭২ | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ - সংগ্রামের নোটবুক

পাকিস্তান তার ভুল উপলদ্ধি করবে – বুলগেরিয়া ও পোলিশ কর্মচারীদের মন্তব্য | ১৫ জানুয়ারি ১৯৭২ | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২

Unicoded by Nizam Ali

নয়া দিল্লি। বুলগেরিয়া ও পোল্যান্ড সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এই মর্মে আশা প্রকাশ করেছেন যে, পাকিস্তান সরকার তার ভুল উপলব্ধিকরতঃ এই দুটি দেশের কূটনৈতিক সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করবেন। বর্তমানে ভারত সফররত উচ্চ ক্ষমতাসম্পন্ন পোলিশ প্রতিনিধি দলের নেতা ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস এডামকিউইস এক সাংবাদিক সম্মেলনে বলেন যে, তার দেশের সাথে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কচ্ছেদের সিদ্ধান্তে তিনি বিস্মিত হয়েছেন। ‌‌তি‌‌নি প্রশ্ন করে বলেন যে, একটি অাইনতঃ প্রতিষ্ঠিত নেতৃত্বাধীন সাড়ে সাত কোটি মানুষের দেশ বাংলাদেশকে অস্বীকার করে পোল্যান্ড কোন যুক্তিতে ৫ কোটি জনসংখ্যা অধ্যুষিত পাকিস্তানকেই কেবল স্বীকার করে যাবেন। তিনি গুরুত্ব আরোপ করে বলেন, তার দেশ বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও স্বাভাবিক সম্পর্ক রক্ষায় আগ্রহী।

বুলগেরিয়া রাষ্ট্রদূতের মন্তব্য :

ভারতস্থ বুলগেরিয়া রাষ্ট্রদূত মিস্টার নেতিন আজ এই মর্মে মন্তব্য প্রকাশ করেন যে, পাকিস্তান সরকার বুলগেরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের যে ভুল পদক্ষেপ গ্রহণ করেছে, পাকিস্তানি জনগণ শীঘ্রই তা উপলব্ধি করতে পারবেন। (২৬)

References:
দৈনিক ইত্তেফাক, ১৫ জানুয়ারি ১৯৭২
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ, p 34-35