বাংলাদেশে গণহত্যার রিপোর্ট পেশ করা হবে | ১৩ জানুয়ারি ১৯৭২ | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২
Unicoded by আরবিনা রহমান
কোলকাতা। আন্তর্জাতিক সমাজতান্ত্রীক নেতা মি. হ্যান্স জেনিৎস আজ এখানে বলেন, চলতি মাসের লুক্সেমবার্গে তাদের কার্যনির্বাহক পরিষদের যে বৈঠক অনুষ্ঠিত হবে তাতে তিনি বাংলাদেশে পাকিস্তানি সশস্ত্রবাহিনীর হত্যাযজ্ঞ সম্পর্কে রিপোর্ট পেশ করবেন। মি. জেনিৎসের ঢাকা হতে দমদম বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের নিকট এই কথা বলেন। বিএসএস-এর পূর্ববর্তী খবরে বলা হয় যে, আন্তর্জাতিক সমাজতান্ত্রী সংগঠনের সেক্রেটারি জেনারেল হ্যান্স জেনিৎস কোলকাতা রওনা হওয়ার প্রাক্কালে ঢাকায় বলেন, ৯ মাসে পাকিস্তান হানাদারবাহিনী বাংলাদেশে যে গণহত্যা, ধর্ষণ ও লুটতরাজ চালায়, সেই বিষয়ে তদন্ত করার জন্য আন্তর্জাতিক জুরিস্ট কমিশন গঠন করা দরকার। তিনি তেজগাঁও বিমানবন্দরে আইনজীবী সমিতির প্রতিনিধিদের সাথে এক সাক্ষাৎকারে উপরোক্ত অভিমত প্রকাশ করেন। সমাজতন্ত্রী নেতা এই মর্মে মন্তব্য করেন যে, বাংলাদেশে পাকিস্তানবাহিনীর পরিচালিত বর্বরতা মানবতাবাদের বিরুদ্ধে একটি অপরাধ। ১৩
References:
দৈনিক ইত্তেফাক ১৩ জানুয়ারি ১৯৭২
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ, p 26