দূররানী ও কমােডর সাঈদ কারারুদ্ধ | ১৩ জানুয়ারি ১৯৭২ | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২
করাচি। পাকিস্তান স্টেট ব্যাংকের সাবেক গভর্নর জনাব এস, ইউ, দূররানী এবং জাতীয় শিপিং কর্পোরেশনের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর কমােডর এস,ইউ, সাঈদকে আজ কারারুদ্ধ করা হয়েছে। বিগত ২০ ডিসেম্বর ভুট্টোর ক্ষমতাসীন হওয়ার পর হতে তারা গৃহে অন্তরীণ ছিলেন।১১
References:
দৈনিক ইত্তেফাক ১৩ জানুয়ারি ১৯৭২
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ, p 25