You dont have javascript enabled! Please enable it! 1972.01.11 | বাংলাদেশের অস্থায়ী শাসনতান্ত্রিক আদেশ জারি | ১১ জানুয়ারি ১৯৭২ | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ - সংগ্রামের নোটবুক

১১ জানুয়ারি ১৯৭২

বাংলাদেশের অস্থায়ী শাসনতান্ত্রিক আদেশ জারি

বাংলাদেশ সংবাদ সংস্থা ও এনা পরিবেশিত খবরে বলা হয়েছে, গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের অস্থায়ী শাসনতান্ত্রিক আদেশ, (১৯৭২) জারি করেছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এতে সংসদীয় গণতন্ত্রের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ১৯৭০ সালের ডিসেম্বর এবং ৭১ সালের জানুয়ারি ও মার্ভের নির্বাচিত সকল এম. এন. এ এবনহ এমপি এর (অন্য কোনভাবে অযোগ্য ঘোষিত না হলে) গণপরিষদ গঠন করবেন। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় সদস্যদের মনোনীত করবেন। সমগ্র বাংলাদেশের জন্য এই আদেশ প্রযোজ্য।

উল্লেখযোগ্য যে, মঙ্গলবার রাত্রে সাড়ে ১১টায় বাংলাদেশ মন্ত্রিসভাযত দ্বিতীয় দফা বৈঠকের পর রাষ্ট্রপ্রধানের আদেশ জারি করা হয়। সকালে প্রথম দফায় তিন ঘণ্টাকালীন বৈঠকে এবং রাত্রে সাড়ে চার ঘন্টাকালীন বৈঠকে সভাপতিত্ব করেন রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান।৫

Reference: দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ, p 23