You dont have javascript enabled! Please enable it!
মুক্তিযুদ্ধে ড কামাল কোথায়?
ড কামালের বউ ছিল পাকিস্তানি। যুদ্ধ শুরু হলে লীগের অন্যান্য নেতাদের এড়িয়ে সে রহস্যজনকভাবে হারিয়ে যায়। পরে পত্রিকায় জানা যায় সে পাকিস্তানি আর্মির কাছে স্বেচ্ছায় আত্মসমর্পন/নিরাপত্তা হেফাজত/আটক হয়েছেন এবং পরে বঙ্গবন্ধুর দেশে ফেরার সময় দেখায় যায় সেই বিমানে করেই সে এদেশে আসে। তার গমন-আগমন রহস্যে ঘেরা।তবে শুধু পত্রিকায় নয়, পাকিস্তানি অফিসারদের লিখে যাওয়া বইতেও একই ধরণের কথা জানা যায়। সিদ্ধান্ত নেবে পাঠক নিজ দায়িত্বে।
It was a mystery how Dr Kamal disappeared from Bangladesh and then reappeared in Pakistan claiming that he had been arrested by the Pakistan Army though the newspaper and some of the books written by the Pak generals that he asked for a security custody.
5th April 1971
error: Alert: Due to Copyright Issues the Content is protected !!