You dont have javascript enabled! Please enable it! 1971.04.17 | বিশ্বশান্তি সংসদের “বাঙলাদেশ’ সংহতি দিবস” রবিবার সুবােধ মল্লিক স্কোয়ারে জনসভা | কালান্তর - সংগ্রামের নোটবুক

বিশ্বশান্তি সংসদের “বাঙলাদেশ’ সংহতি দিবস” রবিবার সুবােধ মল্লিক স্কোয়ারে জনসভা
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৩ এপ্রিল বিশ্ব শান্তি সংসদ বাঙলাদেশ’-এর ঐতিহাসিক মুক্তিসংগ্রামের প্রতি বিশ্বের সকল দেশের গণতান্ত্রিক ও সাম্রাজ্যবাদী বিরােধী জনগণের পূর্ণ সমর্থন জ্ঞাপনে উদ্দেশ্যে রবিবার ১৮ এপ্রিল সর্বত্র বাঙলাদেশ’ সংহতি দিবস পালনের যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ শান্তি সংসদ উপরােক্ত দিবস পালনের জন্য ঐ দিন বিকেলে রাজা সুবােধ মল্লিক স্কোয়ারে একটি জন সমাবেশের আয়ােজন করেছেন।
পশ্চিমবঙ্গ শান্তি সংসদের যুগ্ম সম্পাদক ডাঃ মণীন্দ্রলাল বিশ্বাস ও শ্রীঅমিয় মুখােপাধ্যায় এক বিবৃতিতে ঐ তথ্য পরিবেশন করেছেন।
বিবৃতিতে বাঙলাদেশ’-এর বুকের উপর ইয়াহিয়া জঙ্গীশাহীর পৈশাচিক হত্যালীলা ও ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপকে তীব্র ভাষায় ধিক্কার দিয়ে লেখা হয়েছে— “পৃথিবীর যে-কোন দেশে মানুষ যখন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বাধিকারের দাবিকে প্রতিষ্ঠিত করতে চায় তখনই সাম্রাজ্যবাদী ও প্রতিক্রিয়ার শক্তি তাকে নির্মমভাবে ধ্বংস করার চেষ্টা করে। আমরা এই পরিপ্রেক্ষিতেই বাঙলাদেশের ঘটনাকেও দেখি।
ইয়াহিয়া বাহিনীর বিরুদ্ধে বাঙলাদেশ-এর সর্বস্তরের মানুষ যে মৃত্যুঞ্জয় প্রতিরােধে রুখে দাঁড়িয়েছেন তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতিতে এই প্রত্যয় ঘােষণা করা হয়েছে যে, সগ্রাম দীর্ঘস্থায়ী হলেও “পৃথিবীর সকল মানুষের সমর্থন ও সাহায্য বাঙলাদেশ’-এর জনগণের জয়কে অবশ্যম্ভাবী করে তুলবে।”
বিবৃতিতে ভারতসহ বিশ্বের সবস্তরের জনগণকে ‘বাঙলাদেশ’-এর পাশে এসে দাঁড়াবার আহ্বান জানিয়ে এই আশা ব্যক্ত করা হয় যে, ১৮ এপ্রিল এই সংহতি বিশ্বব্যাপী প্রকাশ লাভ করবে।

সূত্র: কালান্তর, ১৭.৪.১৯৭১