৫০,০০০ উদ্বাস্তু আসামে এসেছে
ধুবড়ি থেকে শ্রী জে কে চক্রবর্তী জানাচ্ছেন : শেরপুরে বােমাবর্ষণের ফলে ৫০,০০০-এরও বেশী উদ্বাস্তু বাংলাদেশ থেকে ময়মনসিং-গারাে পাহাড় এলাকা দিয়ে আসামে প্রবেশ করেছে। ৩০০০-এরও বেশী লােক বাংলাদেশ থেকে গােয়ালপাড়া জেলায় আশ্রয় নিতে এসেছে। তাদেরও অধিকাংশ বালবৃদ্ধি-বনিতা।
বালুরঘাটে আড়াই লক্ষ উদ্বাস্তু
বালুরঘাট থেকে শ্রীরাধামােহন মহান্ত জানাচ্ছেন, পাকিস্তানী বাহিনীর অত্যাচারে নির্যাতিত বাংলাদেশের দিনাজপুরে, রাজশাহী, বগুড়া ও রংপুরের সাড়ে ছয় লক্ষ লােকের মধ্যে আড়াই লক্ষ লােক বালুরঘাট সহরে এসে আশ্রয় নিয়েছে। তারপর থেকে ক্রমাগত দলে দলে উদ্বাস্তু আসছে।
জলপাইগুড়িতে আরও ৪টি শিবির
জলপাইগুড়ি থেকে নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন, সীমান্ত অতিক্রম করে এপারে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার উদ্বাস্তু এসেছেন। বারটি শিবিরে এঁরা আছেন। এদিকে শরণার্থীদের আগমন অব্যাহত থাকায় শীঘ্রই আরও ৪টি শিবির খােলার ব্যবস্থা হয়েছে। শরণার্থীদের মধ্যে বেশির ভাগই কৃষক। এঁরা সঙ্গে করে প্রায় দশ হাজার গবাদি পশু নিয়ে এসেছেন। কিন্তু তাদের পক্ষে এই পশুদের খাদ্য যােগান দেওয়াও সম্ভব হচ্ছে না।
২৭ এপ্রিল ‘৭১
Reference: ২৭ এপ্রিল ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা