পেট্রাপােলে ৮০ হাজার শরণার্থী
নিজস্ব সংবাদদাতা জানান, বাংলাদেশ থেকে পেটরাপােল সীমান্ত এলাকায় প্রায় আশি হাজার শরণার্থী এই সীমান্ত এলাকায় চলে এসেছেন। তার মধ্যে সত্তর হাজারকে আটটি শিবিরে স্থান দেওয়া হয়েছে। রাজ্য সরকার বনগাঁ মহকুমায় আরও দুটি নতুন শিবির তৈরী করেছেন। চাদপাড়া ও গাড়াপােতায় এই দুটি শিবির হয়েছে।
৩০ এপ্রিল ‘৭১
Reference: ৩০ এপ্রিল ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা