You dont have javascript enabled! Please enable it! 1971.12.05 | পূর্বখণ্ডে সাতটি পাক বিমান ভূপাতিত  | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

পূর্বখণ্ডে সাতটি পাক বিমান ভূপাতিত 

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর-পূর্ব খণ্ডে সাতটি পাক স্যাবার জেট বিমানকে আজ সকালে ভূপাতিত করা হয়েছে। সরকারী মুখপাত্র ওই খবর দেন।-পিটিআই এ পর্যন্ত ১২টি শত্রুবিমান খতম শুক্রবারের তিনটি এবং শনিবারের নয়টি মিলিয়ে ভারত এ পর্যন্ত মােট ১২টি শত্রুবিমান খতম করেছে।

 ৫ ডিসেম্বর ‘৭১

Reference: ৫ ডিসেম্বর ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা