শরণার্থী সেবায় টাটা গােষ্ঠী সংস্থা
টাটা গােষ্ঠীভূত সংস্থাগুলি বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের জন্য ত্রাণ কাজ শুরু করেছেন চিকিৎসক সমাজসেবী ও ইনজিনিয়ারদের নিয়ে গঠিত টাটার এক সাহায্যকারী দলের জন্য টাটা গােষ্ঠীর সংস্থাগুলি ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। এ ছাড়া প্রত্যেকটি সংস্থা ও টাটা ট্রাস্ট বাংলাদেশ সাহায্য কমিটিকে এক লক্ষ টাকা করে দিয়েছেন। এর আগে জামসেদপুরের টাটা সংস্থাগুলিও বিহার রেডক্রশ সােসাইটিকে এক লক্ষ টাকা দিয়েছেন। টিসকো, টেলকো ও ইনডিয়ান টিউবের কর্মিগণ ত্রাণ কাজের জন্য ১ লক্ষ ৩৪ হাজার টাকা দিয়েছেন।
টাটা আয়রণ অ্যানড স্টিল কোম্পানির ডিরেকটর শ্রী আর এস পানডের পরিচালনাধীনে টাটা সাহায্যকারী দল বিহারের পূর্ণিয়া জেলায় কিষেণগঞ্জ শরণার্থী শিবিরে ত্রাণ কাজ শুরু করবেন। এই দলের প্রধান কাজ হবে রােগীদের চিকিৎসা ও রােগ প্রতিষেধক ব্যবস্থা করা। শিশু ও বৃদ্ধদের জন্য পুষ্টির ব্যবস্থা হবে ও বস্ত্রাদিও বিতরণ করা হবে। ইনজিনিয়াররা শরণার্থী শিবিরের স্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থা এবং পানীয় জল সরবরাহ ইত্যাদির তদারকি করবেন।
২৬ জুলাই ‘৭১
Reference: ২৬ জুলাই ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা