You dont have javascript enabled! Please enable it!

যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান – শশাঙ্ক ব্যানার্জী

বিভিন্ন উৎস থেকে পাওয়া হিসাব নির্দেশ করে পাকিস্তান এই যুদ্ধে। প্রায় ৩,৬৫,০০০ অফিসার ও সৈন্য ব্যবহার করে যার মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ৯,০০০ মৃত্যুবরণ করে, ৪৩৫০ জন আহত হয়। মালামালের ক্ষেত্রে পাকিস্তান একটি ডেস্ট্রয়ার, একটি সাবমেরিন, একটি মাইন সুইপার, তিনটি পেট্রল বােট ও সাতটি গানবােট হারায়।

তুলনামূলকভাবে ভারত প্রায় ৫,০০,০০০ সেনা ব্যবহার করে। তার মধ্যে ৩,৮৪৩ জন মৃত্যুবরণ করে ও ৯৮৫১ জন আহত হয়। ভারত একটি ফ্রিগেট ও একটি নৌ বিমান হারায়।

বাঙলাদেশের সেনা ও মুক্তিবাহিনীর ক্ষয়ক্ষতির কোন নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় না। কিন্তু প্রাপ্ত তথ্যাদি থেকে যতটা ধারণা করা যায় তাতে মৃতের। সংখ্যা ১০,০০০ এরও বেশি এবং আহত প্রায় ২০,০০০।

রেফারেন্স – ভারত, মুজিবুর রহমান, বাঙলাদেশের স্বাধীনতা ও পাকিস্তান – শশাঙ্ক ব্যানার্জী

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!