You dont have javascript enabled! Please enable it!

একাত্তরের মুক্তিযুদ্ধের বামপন্থীদের অবস্থান

ন্যাপ ভাসানী : মুজিবনগর সরকার সমর্থক তবে মুক্তি  সংগ্রাম কমিটি গঠন করে আলাদাভাবে যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করে ।

কমিউনিস্ট পার্টি : মুজিবনগর সরকারের সমর্থক

ন্যাপ মােজাফফর : মুজিবনগর সরকারের সমর্থক

পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি

(এমএল তােয়াহা): বাংলাদেশের অভ্যন্তরে থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ।

শ্রমিক আন্দোলন  (সিরাজ সিকদার) : মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তবে বাংলাদেশ সরকারের মুক্তিযােদ্ধাদের ভারতের দালাল বলে আখ্যায়িত করে।

পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি ( এমএল আব্দুল হক) : মুক্তিবাহিনীর বিরুদ্ধে লড়াই। তারা অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী।

পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ( এমএল মতিন) : মুক্তিযােদ্ধাদের বিরুদ্ধাচরণ।

কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটি ( জাফর-মেনন, রনাে) : মুক্তিযুদ্ধের সপক্ষে তবে পৃথকভাবে যুদ্ধ করে।

পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি  ( দেবেন-বাশার-আফতাব) : মুক্তিযুদ্ধের সপক্ষে

কমিউনিস্ট সংহতি কেন্দ্র (অমল সেন-নজরুল)  : মুক্তিযুদ্ধের সপক্ষে

বামপন্থী দলের মধ্যে মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি মুজিবনগর সরকারকে সমর্থন দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। চীনপন্থী কমিউনিস্ট পার্টি বিভ্রান্ত হয়ে পড়ে। শেষে তারা অনেক মুক্তিযােদ্ধাদের ভারতের দালাল আখ্যা দিয়ে ভিতর থেকে পৃথকভাবে মুক্তিযুদ্ধ করেছে এবং মুক্তিযােদ্ধাদের বিরােধিতা করেছে। ছাত্র ইউনিয়ন (মতিয়া) মুক্তিযুদ্ধ সমর্থন করে।

References:

প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, সিরাজ উদ্দিন আহমেদ, p 366

সংগ্রামের নোটবুক

www.songramernotebook.com

 

 

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!