You dont have javascript enabled! Please enable it!
পাকিস্তানী আর্মি কর্তৃক ধর্ষনে রাজাকারদের সহায়তার প্রমাণ
পাকিস্তানিদের জন্য ভালো মাল (নারী) পাঠাতে বলেছে রাজাকার
::::::::::::::::::
মে মাসের ২৮ তারিখে (১৯৭১) বরিশালের ঝালকাঠি শান্তি কমিটির চেয়ারম্যান ছলিমুদ্দিন মিয়া এক চিঠি পাঠিয়েছিলেন কীর্তিপাশা ইউনিয়ন শান্তি কমিটির চেয়ারম্যান আজহার মিয়াকে। এখানে সে পাকিস্তানি আর্মি অফিসার ‘বেগ সাহেব’ এর জন্য ভালো ‘মাল’ (অর্থাৎ বাঙালী নারী) পাঠাতে অনুরোধ করেছে। মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি আর্মি কর্তৃক ধর্ষনের কাজে পুরোপুরি সহায়তা করেছিল তৎকালীন রাজাকার-আলবদর – এই চিঠি তার জ্বলন্ত উদাহরণ। চিঠিটি পোস্টের সাথে টাইপ করে দেয়া হল। চিঠিটি উদ্ধৃত করছি –
“ভাই সাহেব
সালামবাদ সমাচার, আপনার কীর্তিশালা কমিটিতে ইউনিট কমান্ডার হিসেবে আঃ রবের নাম শাহ আলম ছার পাশ করিয়া নিয়েছেন। অল্প কয়েকদিনের মধ্যে উত্তর দিকের শয়তান দমন করার জন্য যাইতে হইবে। আপনার এলাকার সব ইন্ডিয়ান দালালদের যত তাড়াতাড়ি পারেন ধরিয়া ক্যাম্পে পাঠাইবেন। ওদের হেদায়েত করার পর উত্তর দিকের অপারেশন শুরু করা হইবে। এদিকে ইতিপূর্বে পাঠাননা অস্ত্র যেন ইন্ডিয়ার দালালরা খুঁজে নিতে না পারে। বেগ সাহেবের জন্য ভালাে মাল পাঠাইবেন। রােজ অন্তত একটা অন্যদের জন্য মাল পাঠাইবেন। খােদা আমাদের সহায় আছেন। আল্লাহ হাফেজ।”
 
Ref: মুক্তিযুদ্ধের ছিন্ন দলিল – মুনতাসির মামুন, pp 146-147

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!