You dont have javascript enabled! Please enable it!

২ জুলাই ১৯৭১ মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম

১৯৭১এ পাকিস্তানি বাহিনীর গণহত্যাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন করে সাম্রাজ্যবাদী মার্কিন প্রশাসন। গোপনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে তারা সাহায্য করে পাকী সেনাদের। কিন্তু সাধারণ আমেরিকানরা বরাবরই প্রতিবাদ করেছে এ গণহত্যার। মার্কিন কংগ্রেসেও দাবি উঠে গণহত্যা বন্ধ করা ও স্বাধীনতার দাবি মেনে নেয়ার। তারা তখন পাকিস্তানি জাহাজ ‘পদ্মায়’ মার্কিন সরঞ্জাম নিয়ে দেশে আসছিল। সাধারণ মার্কিন নাগরিক ও পত্র-পত্রিকা দাবি তোলে পদ্মার গতিরোধের।
২ জুলাই পাকিস্তানি রাষ্ট্রদূত আগা হিলালী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সি জোসেফ সিসকোর কাছে কংগ্রেসের দাবির প্রতিবাদ জানায়। সে বলে যে, ‘এ সব সামরিক মালপত্র ২৫ মার্চের আগে অনুমোদন পেয়েছিল।’

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!