৬ জুলাই, ১৯৭১ ব্রিটিশ পার্লামেন্ট সদস্য আর্থার বটমলী
ব্রিটিশ গণমাধ্যম ও সফরকারী অনেক পার্লামেন্ট সদস্য এদেশে গণহত্যার চিত্রতুলে ধরেছিলেন । তাদের মধ্যে সংসদ সদস্য আর্থার বটমলী অন্যতম। পাক শাসকগোষ্ঠী আর্থার বটমলীর সমালোচনা করে বলেন, ‘বটমলী অযথাই সেনাবাহিনীর উপর দোষ চাপিয়েছেন। সেনাবাহিনী মূলতঃ আওয়ামী লীগের আইন অমান্য আন্দোলনের ফলে ভেঙে পড়া আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করেছে মাত্র। সেনাবাহিনী বরং দুষ্কৃতকারীদের হাত থেকে দেশ ও জনগণকে রক্ষা করেছে। এটাকেই সাংবাদিক এবং বটমলী সাহেবরা অত্যাচার বলে চালিয়েছে।’ পাকিস্তানিরা ব্রিটিশ সংবাদ মাধ্যমকে আক্রমণ করে বলে যে, ‘পাকিস্তানবিরোধী প্রচারণায় এরা সাংবাদিকতার ন্যয়নীতি বিসর্জন দিয়েছে।’