You dont have javascript enabled! Please enable it! ডাক | Democratic Action Committee (DAC) - সংগ্রামের নোটবুক

ডাক-DAC

১৯৬৯ সালের ৮ জানুয়ারি একনায়কতন্ত্রের অবসান ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে   ৮ দফার ভিত্তিতে বিরােধী দলগুলাে Democratic Action Committee- DAC গঠন করে। ডাকের ঘােষণাপত্রে স্বাক্ষর করে নিম্নলিখিত দলগুলাে:

আমির হােসেন- ভারপ্রাপ্ত সভাপতি, ন্যাপ

চৌধুরী মােহাম্মদ আলী  – সভাপতি, নেজামে ইসলাম পার্টি

মুফতি মাহমুদ – জামায়াতে ওলামায়ে ইসলাম

মমতাজ মােহাম্মদ খান দৌলতানা – সভাপতি, পাকিস্তান মুসলিম লীগ

নবাবজাদা নসরুল্লাহ খান – সভাপতি, পাকিস্তান আওয়ামী লীগ

নূরুল আমিন – সভাপতি, এনডিএফ

সৈয়দ নজরুল ইসলাম – ভারপ্রাপ্ত সভাপতি, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ

তােফায়েল মিয়া – ভারপ্রাপ্ত আমির, জামায়াতে ইসলামী, পাকিস্তান

এই ঘােষণার সাথে দেশের সর্বত্র ডাক-এর কর্মসূচী সংবর্ধিত হয়। ১৯৬৯ সালের ৯ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না।

Ref: প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, সিরাজ উদ্দিন আহমেদ, pp 232-233