You dont have javascript enabled! Please enable it!

১৯৬৯ঃ গোল টেবিল বৈঠক -১
শেখ মুজিব ২৩ ফেব্রুয়ারী গোল টেবিল বৈঠকে অংশ নেয়ার জন্য ঢাকা ত্যাগ করেন। ২৬ তারিখে বৈঠকে অংশ নেন। ১ মার্চ শেখ মুজিবের সাথে আইয়ুব খানের সাক্ষাতের ছবি পত্রিকায় ফলাও করে প্রচার হয়। ডাক এর প্রস্তাব আইয়ুব ইতিমধ্যে মেনে নেয়ার আভাস দিয়াছেন। মুজিবের আওয়ামী লীগ ডাকের শরীক। তাহার সম্মতি থাকলেই এই যাত্রায় আইয়ুব পার পেয়ে যাবেন। ভাসানি এবং পিপিপি কে তিনি আমলে নিচ্ছেন না।
নোটঃ ঈদের বিরতির জন্য গোল টেবিল বৈঠক স্থগিত হয়। মুজিব দেশে ফিরে টুঙ্গি পাড়া চলে যান। বিশেষ এসাইনমেনট নিয়ে ঢাকা আসলেন শেখ মুজিবের সাবেক বস আলফা ইনস্যুরেন্স এর মালিক ইউসুফ আবদুল্লাহ হারুন। চার্টার্ড হেলিকপ্টার নিয়া তিনি টুঙ্গিপাড়া রওয়ানা হলেন। পাইলট মুজিবের বাড়ী সনাক্তে ব্যর্থ হইয়া ফিরিয়া আসেন। পরে আবারো রওয়ানা দেন। এবার ঠিক ভাবেই পৌঁছলেন। আলাপ আলোচনা হইল। একই হেলিকপ্টারে মুজিব ঢাকা ফিরলেন। কি আলোচনা হয়েছিল তা স্পষ্ট ভাবে প্রকাশ হয়নি। প্রধানমন্ত্রিতের টোপ থাকতে পারে। তবে সেই বৈঠকের ২-৩ সপ্তাহের মধ্যে হারুন পশ্চিম পাকিস্তানের গভর্নর হয়েছিলেন। তার ভাই মাহমুদ হারুন কে রাষ্ট্রদুত বানানো হয়। বাঙ্গালীদের প্রতি সহানুভূতিশীল হারুন বাংলাদেশ স্বাধীনের পর স্বেচ্ছা নির্বাসনে আমেরিকা চলে যান। তিনি আর ফিরে আসেননি তবে একবার রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়াছিলেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!