উদ্বাস্তু
গৌহাটি থেকে ইউ, এন, আই জানাচ্ছে যে, সীমান্ত পার হয়ে বাঙলাদেশ থেকে এ পর্যন্ত ১৪,০০০ হাজার শরণার্থী আসামে আশ্রয় নিয়েছেন। সরকারী সূত্রে এই সংবাদ জানা গেছে।
ইতিপূর্বে ৩৫ জন সদস্য আসাম রাজ্য বাঙলাদেশ সাহায্য কমিটি নামে একটি সর্বদলীয় কমিটি গঠিত হয়েছে।
হিলিতে এক লক্ষের বেশী দিনাজপুর থেকে বাস্তুচ্যুত হয়ে এ পর্যন্ত এক লক্ষের উপর শরণার্থী পশ্চিম দিনাজপুরে এসে আশ্রয় নিয়েছেন।
সরকারী সূত্রে প্রকাশ যে, ৫০,০০০ শরণার্থী রাধিকাপুর সীমান্ত পথে ভারতে এসেছেন। গত রাত্রে সাংবাদিকরা হিলি শহরে পরিত্যক্ত মরুভূমির চেহারা দেখে এসেছেন। শরণার্থীদের মধ্যে ১২ জন আহত ব্যক্তিও ছিলেন যারা বুলেটা বিদ্ধ হয়েছেন।
সূত্র: কালান্তর, ১৯.৪.১৯৭১