You dont have javascript enabled! Please enable it! 1972.05.18 | সরকার শিক্ষা কমিশন গঠন করেছে | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ - সংগ্রামের নোটবুক

সরকার শিক্ষা কমিশন গঠন করেছে।
১৮ মে ১৯৭২ | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২

বাংলাদেশে গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় সংকল্প ঘােষণার পরিপ্রেক্ষিতে গণতন্ত্র পরিষদ ড. কুদরত-ই-খুদার নেতৃত্বে একুশ সদস্যের একটি শিক্ষা কমিশন গঠন করেছেন। এই শিক্ষা কমিশন দেশের ভবিষ্যত শিক্ষানীতি সম্পর্কে সরকারের কাছে সুপারিশ পেশ করবেন। বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুরত আলী এবং জনাব কবির চৌধুরী এই নয়া শিক্ষা কমিশনের যথাক্রমে সহ-সভাপতি এবং সম্পাদক নিযুক্ত হয়েছেন। নয়া শিক্ষা কমিশন দেশের ভবিষ্যত শিক্ষানীতি সম্পর্কে সর্বশ্রেণির মানুষের মতামত গ্রহণ করবেন এবং তারই ভিত্তিতে সরকারের কাছে কমিশনের সুপারিশ পেশ করবেন। এখানে উল্লেখযােগ্য যে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কথা বার বার ঘােষণা করেছেন যে, বাংলাদেশে একটি গণমুখী শিক্ষানীতি চালু করা হবে। এবং সেই সঙ্গে অবসান ঘটানাে হবে এতদিনের গণবিরােধী শিক্ষা ব্যবস্থা। সংশ্লিষ্ট সকল শ্রেণির মানুষের মতামত গ্রহণের উদ্দেশ্যে নবগঠিত শিক্ষা কমিশন সারা দেশ সফর করবেন। মতামত গ্রহণ করে কমিশন দীর্ঘ চিন্তা ভাবনার পর সরকারের কাছে মূল্যবান সুপারিশ পেশ করবেন। বৃহস্পতিবার তিন ঘণ্টাব্যাপী দীর্ঘ আলােচনার পর তিনি মন্ত্রী পরিষদ শিক্ষা কমিশন গঠন করেন। বাসস উল্লেখ করে যে মন্ত্রী পরিষদে এই দীর্ঘ বৈঠকে আরাে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলােচনা করা হয়। বৈঠকে কয়েকটি বিষয় মন্ত্রী পরিষদ সাব কমিটির কাছে আলােচনার জন্য পাঠানাে হয়। সাব কমিটিতে আলােচনার পূর্বেই আরাে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গণভবনে মন্ত্রী পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিদ্যালয় পরীক্ষার্থীদের নতুন করে ফি দিতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৃহস্পতিবার শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন যে, যারা ইতােমধ্যেই পরীক্ষার ফি জমা দিয়েছেন তাদের নতুন করে পরীক্ষার ফি দিতে হবে না। ডাকসুর সাধারণ সম্পাদক জনাব আবদুল কুদুস মাখনের নেতৃত্বে একটি দল উপাচার্যকে এই দাবিটির কথা জানালে উপাচার্য এই আশ্বাসের কথা জানান। বিশ্ববিদ্যালয়ের এক ঘোষণার উদ্ধৃতি দিয়ে বাসস এই খবরটি পরিবেশন করে। ৬৫

Reference:
১৮ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ, pp 360-361