You dont have javascript enabled! Please enable it! 1972.05.17 | মুক্তিযুদ্ধকালে ভারতীয় বন্দরে খালাশ করা মাল ফেরত আনা হচ্ছে। ১৭ মে ১৯৭২ - সংগ্রামের নোটবুক

মুক্তিযুদ্ধকালে ভারতীয় বন্দরে খালাশ করা মাল ফেরত আনা হচ্ছে।
১৭ মে ১৯৭২ | দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২

বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধকালে গত ডিসেম্বর মাসে কোলকাতা, বোম্বাই ও মাদ্রাজ বন্দরে খালাস করা কয়েক কোটি টাকা মূল্যের শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি ও ভােগ্যপণ্য বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে। বুধবার বাসস এ কথা জানিয়েছে। এ কাজের জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ ট্রেডিং করপোরেশনকে কেন্দ্রীয় সংস্থা হিসেবে মনােনীত করেছে। ভারত সরকার এ সব পরিত্যাক্ত মালামাল বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের নিকট অর্পণ করবে। এমএস স্টোনিশ ডুবইস, এমভি মনােলইভেরেট ও এমভি কামরুভকে এ তিনটি জাহাজ বিপুল পরিমাণ আমদানি পণ্য নিয়ে চট্টগ্রামে আসছিল। জাহাজ তিনটি ছিল নিরপেক্ষ দেশের স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে ডিসেম্বর মাসে জাহাজ তিনটি কোলকাতা বন্দরে মাল খালাস করতে বাধ্য হয়। এ ছাড়াও চট্টগ্রামবাহী আরও কয়েকটি জাহাজও বােম্বাই ও মাদ্রাজে মাল খালাস করে। ভারত সরকার অবিলম্বে এ সব দ্রব্য বাংলাদেশকে অর্পণ করার বিষয়ে বাংলাদেশকে অবগত করেছে। ভারতীয় নৌ বাহিনী পাকিস্তানি জাহাজ থেকে যেসব নিষিদ্ধ দ্রব্য আটক করে, প্রাইজ কোর্টের সিদ্ধান্ত ঘােষণার পর সে মালও বাংলাদেশকে অপর্ণ করা হবে। বাংলাদেশ টেডিং কর্পোরেশনের মুখপাত্র জানিয়েছেন, এ ব্যাপারে কর্পোরেশনের একজন অফিসার শীগগরই কোলকাতা, বােম্বাই ও মাদ্রাজ সফরে যাচ্ছেন।৬১

Reference:
১৭ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ, p 359