১৯৫২ সালের ৩০ জানুয়ারি ঢাকা বার লাইব্রেরী হলে মওলানা ভাসানীর সভাপতিত্বে সর্বদলীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। নিমােক্ত সদস্যদের নিয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় :
1. মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সভাপতি
2. আবুল হাশিম, খেলাফতে রব্বানী পার্টি
3. অধ্যাপক আবুল কাশেম, তমুদ্দিন মজলিশ
4. আতাউর রহমান খান, আওয়ামী মুসলিম লীগ
5. আবদুল আউয়াল, আওয়ামী মুসলিম লীগ, নারায়ণগঞ্জ
6. কামরুদ্দিন আহমদ, সভাপতি, লেবার ফেডারেশন
7. খয়রাত হােসেন এমএলএ, সদস্য, পূর্ববঙ্গ আইন পরিষদ
8. আনােয়ারা খাতুন এমএলএ, সদস্য পূর্ববঙ্গ আইন পরিষদ
9. আবদুল গফুর, সম্পাদক, সাপ্তাহিক সৈনিক
10. আলমাস আলী, আওয়ামী মুসলিম লীগ, নারায়ণগঞ্জ
11. সৈয়দ আবদুর রহিম, সভাপতি, রিকশা ইউনিয়ন
12. মােহাম্মদ তােয়াহা, সহ-সভাপতি, যুবলীগ
13. অলি আহাদ, সাধারণ সম্পাদক, যুবলীগ
14. শামসুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ
15. খালেক নেওয়াজ খান, সাধারণ সম্পাদক, পূর্ব পাকিস্তান মুসলিম লীগ
16. কাজী গােলাম মাহবুব, আহবায়ক, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
17. মির্জা গােলাম হাফিজ, সিভিল লিবার্টি কমিটি
18. মজিবুল হক, ভিপি, সলিমুল্লাহ হল ছাত্র সংসদ
19. হেদায়েত হােসেন চৌধুরী, সাঃ সম্পাদক, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদ
20. শামসুল আলম, ভিপি, ফজলুল হক মুসলিম হল ছাত্র সংসদ
21. আনােয়ারুল হক খান, জিএস, ফজলুল হক মুসলিম হল ছাত্র সংসদ
22. গােলাম মাওলা, ভিপি, ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্র সংসদ
23. সৈয়দ নূরুল আলম, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ
24. মােহাম্মদ নূরুল হুদা, ইঞ্জিনিয়ারিং কলেজ
25. শওকত আলী, পূর্ববঙ্গ কর্মী শিবির, ১৫০ মােগলটুলী, ঢাকা
26. আবদুল মতিন, আহবায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
27. আখতার উদ্দিন আহমদ, নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ
মওলানা ভাসানীকে সভাপতি ও কাজী গােলাম মাহবুবকে আহবায়ক করে ২৮ সদস্যবিশিষ্ট সর্বদলীয় সংগ্রাম পরিষদ ২১ ফেব্রুয়ারি সারা পূর্ব বাংলায় ধর্মঘট, মিছিল ও জনসভা আহবান করে। ২১ ফেব্রুয়ারি ছিল পূর্ববঙ্গ আইনপরিষদের বাজেট অধিবেশন।
Reference:
প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, সিরাজ উদ্দিন আহমেদ, pp 143-144
সংগ্রামের নোটবুক
www.songramernotebook.com