পিন্ডি ষড়যন্ত্র মামলা
আইয়ুব খান প্রধান সেনাপতি হয়ে ষড়যন্ত্র শুরু করেন। প্রতিরক্ষা সচিব মেজর জেনারেল ইস্কান্দার মির্জা ও জেনারেল আইয়ুব খান মুসলিম লীগ সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলা করেন। মামলার আসামী ছিলেন জেনারেল আকবর খান, বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জানজুয়া, মেজর ইসহাক, ক্যাপ্টেন নিয়াজ মুহাম্মদ, পাকিস্তান টাইমস পত্রিকার সম্পাদক কবি ফয়েজ আহমদ ফয়েজ, কমিউনিস্ট পার্টির সম্পাদক সাজ্জাদ জহির, কমরেড মুহাম্মদ হােসেন আতা প্রমখ। যড়যন্ত্রের উৎস ছিল পিন্ডি। এ কারণে পিন্ডি ষড়যন্ত্র মামলা বলা হয়ে থাকে। হায়দ্রাবাদ জেলে মামলার বিচার শুরু হয়। আসামী পক্ষে ছিলেন হোসেন শহীদ সােহরাওয়াদী- তিনি জেনারেল আইয়ুব খানকে কয়েক ঘণ্টা জেরা করেন। এ কারণে আইয়ুব খান ১৯৬২ সালে সােহরাওয়ার্দীকে গ্রেফতার করে প্রতিশোধ নেয়। আসামীরা ১৯৫৬ সালে মুক্তি পায়।
Ref: প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, সিরাজ উদ্দিন আহমেদ, pp 141-142