You dont have javascript enabled! Please enable it! যুবলীগ গঠন- ১৯৫১ | বুড়িগঙ্গা নদীতে নৌকায় পূর্ব পাকিস্তান যুবলীগের প্রথম কমিটি - সংগ্রামের নোটবুক

যুবলীগ গঠন- ১৯৫১
পূর্ব পাকিস্তানের যুব সম্প্রদায়কে সংগঠিত করার উদ্দেশ্যে নিখিল ভারত মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের সভাপতি মাহমুদ নূরুল হুদা ও বাংলা মুসলিম ছাত্রলীগের সাবেক সম্পাদক আনােয়ার হােসেন এক যুবকর্মী সভায় সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়ে যুব সম্মেলন আহবানের লক্ষ্যে একটি শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠন করেন। ঢাকায় ২৭ ও ২৮ মার্চ সম্মেলন আহবান করা হয়। কিন্তু ক্ষমতাসীন লীগ সরকার ঢাকায় যুব সম্মেলন অনুষ্ঠিত হতে দেয়নি এবং ১৪৪ ধারা জারি করে। নেতৃবৃন্দ কৌশল অবলম্বন করে বুড়িগঙ্গা নদীতে নৌকায় সম্মেলন করে। কারণ নদীতে ১৪৪ ধারা প্রযােজ্য নয়। ১৯৫১ সালের ২৭ মার্চ পূর্ব পাকিস্তান যুবলীগ গঠিত হয়। কমিটির কর্মকর্তাবৃন্দ :
1. মাহমুদ আলী – সভাপতি
2. খাজা আহমদ – সহসভাপতি
3. ইয়ার মােহাম্মদ খান – সহসভাপতি
4. শামসুজ্জোহা – সহসভাপতি
5. আবদুল মজিদ – সহসভাপতি।
6. মিসেস দৌলতুন্নেসা – সহসভাপতি
7. অলি আহাদ – সাধারণ সম্পাদক
8. আবদুল মতিন – যুগ্ম সম্পাদক
9. রুহুল আমিন – যুগ্ম সম্পাদক
10. তসদ্দিক আহমদ চৌধুরী – কোষাধ্যক্ষ
11. মুহাম্মদ নূরুল হুদা – সদস্য
12. মােহাম্মদ তােয়াহা – সদস্য
13. আবদুস সামাদ – সদস্য
14. কেজি মােস্তফা – সদস্য
15. এম এ অদুদ – সদস্য
16. তাজউদ্দীন আহমদ – সদস্য
17. আবদুল গাফফার চৌধুরী – সদস্য
যুবলীগ গঠনে তাজউদ্দীন আহমদ সক্রিয় ছিলেন।

১৯৫১ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর ঢাকায় যুবলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং ১৯৫২-৫৩ সালের কমিটি গঠন করা হয়।
মাহমুদ আলী – সভাপতি
মির্জা গােলাম হাফিজ – সহ-সভাপতি
খাজা আহমদ – সহ-সভাপতি
মােহাম্মদ তােয়াহা – সহ-সভাপতি
ইয়ার মােহাম্মদ – সহ-সভাপতি
শামসুজ্জোহা – সহ-সভাপতি
অলি আহাদ – সাধারণ সম্পাদক
মুহাম্মদ সুলতান – যুগ্ম সম্পাদক
ইমাদুল্লাহ – যুগ্ম সম্পাদক
মাহবুব জামাল জাহেদী – কোষাধ্যক্ষ
কমিটির সদস্যগণ :
আবদুল হালিম, আবদুল মতিন, এবিএম মূসা, মাহমুদ নূরুল হুদা, আনোয়ারুল হোসেন, এসএ বারী এটি, সালাউদ্দিন, আবদুল ওয়াদুদ, শফি খান, আলী আশরাফ, আবদুর রহমান সিদ্দিকী, মােতাহার হােসেন, নুরুর রহমান, জিয়াউল হক, মতিউর রহমান, মফিজুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, দেওয়ান মাহবুব আলী, আবদুল কাদের ও প্রাণেশ সমাদ্দার।

Reference:
প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ সিরাজ উদ্দিন আহমেদ, pp 140-143
সংগ্রামের নোটবুক
www.songramernotebook.com