You dont have javascript enabled! Please enable it! 1971.07.06 | পশ্চিম জার্মান প্রতিনিধিদল টিক্কা খানের সাথে সাক্ষাত করেন - সংগ্রামের নোটবুক

৬ জুলাই ১৯৭১ পশ্চিম জার্মান প্রতিনিধিদল

পশ্চিম জার্মান প্রতিনিধিদল এই দিনে গভর্নর টিক্কা খানের সাথে সাক্ষাত করেন। জার্মান প্রতিনিধিদলকে ঝিনাইদহ নিয়ে গিয়ে দুয়েকটি অভ্যর্থনা শিবির দেখানো হয়। সেখানে তারা কিছু হিন্দু শরণার্থীদের সাথে আলাপ আলোচনা করেন। পরে তারা বেনাপোল সফর করেন। সেখানে তাহাদের কে ভারতীয় চরদের হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দেখানো হয়। উল্লেখ্য বেনাপোলে মেজর মেঘ সিংহ এবং মেজর হাফিজের ১ ইস্ট বেঙ্গল প্রতিনিয়ত পাক অবস্থানের উপর হামলা করতেন।