You dont have javascript enabled! Please enable it! 1971.06.30 | হাশিমউদ্দিন আহমদ  - সংগ্রামের নোটবুক

৩০ জুন ১৯৭১ হাশিমউদ্দিন আহমদ
প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী হাশিমউদ্দিন আহমদ ময়মনসিংহে এক জনসভায় বলেন, সীমান্তবর্তী শহরগুলোতে ভারতীয় অনুপ্রবেশকারীরা (মুক্তিযোদ্ধা) অশুভ কর্মতৎপরতা চালাচ্ছে। তাদের এই তৎপরতা গভীর উৎকন্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে।
নোটঃ হাশিম যুক্তফ্রন্টের (কেএসপি ফজলুল হক) মন্ত্রী ছিলেন। আইয়ুবের মুসলিম লীগ (ফজলুল কাদের চৌধুরী) এ পরে যোগ দিয়াছিলেন। তিনি বি এন পি অথবা জাতীয় পার্টির বস্র মন্ত্রী ছিলেন।