You dont have javascript enabled! Please enable it! যদি মরে যাই আমার কবরটা স্বাধীন বাংলার মাটিতে দিও - সংগ্রামের নোটবুক

ওরা বলেছিলো, “যদি মরে যাই আমার কবরটা স্বাধীন বাংলার মাটিতে দিও।” “দেশের জন্য ভালোবাসা” কী ওরা ভালো করে বলতে পারতোনা, “দেশপ্রেম” কী, “চেতনা” কী – এসব ভারী ভারী শব্দের আনুষ্ঠানিক ব্যাখ্যা ওদের জানা ছিলো না। শুধু জানতো যুদ্ধে যেতে হবে, খান সাহেবদের ঘাড় মটকাতে হবে, যারা আমাকে ভিটাছাড়া করেছে তাদের উপযুক্ত জবাব দিতে হবে, আমার পায়ের নীচের মাটি আমার দেশ, এখানে ভিনদেশীর শাসন চলবে না। কোন সনদ নয়, কোন নিশ্চিত জীবনের প্রতিশ্রুতি নয়, সস্তা দরে জীবন বিকিয়ে দেবার জন্য মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখাতে চলে এসেছে ওরা। খালি হাতে, খালি গায়ে, খালি পায়ে। শুধু একটি পতাকার জন্যে।

ছবি – গেরিলা যোদ্ধার নামের তালিকায় রেজিস্ট্রেশন করতে এসেছে নাম না জানা বাংলার দামাল ছেলেরা।